জিৎ ও টোটা

দুই  যুগ পর একসঙ্গে পর্দায় জিৎ ও টোটা! কোন চরিত্রে ধরা দেবেন এই দুই দাপুটে অভিনেতারা?

পথিকৃৎ বসু পরিচালিত এই সিনেমায় উঠে আসবে বিপ্লবী অনন্ত সিং- এর জীবনী

প্রায় দুই যুগ পর একই ফ্রেমে ধরা দেবেন দুই বন্ধু। টলিউড এর নামজাদা এই দুই অভিনেতা একসঙ্গে প্রথম কাজ করেছিল আলাপ সিনেমায়।  এরপর আর তাঁদের একসাথে কোনো সিনেমায় কাজ করতে দেখা যাই নি। তবে এতদিন বাদে একসাথে পর্দায় দেখা দেবেন সুপাস্টার  জিৎ ও টোটা রায়চৌধুরী। এই দুই অভিনেতাকে  একসঙ্গে কাজ করতে না দেখা গেলেও, সুযোগ মিললেই আড্ডা দিতে দেখা গাছে তাঁদের। বিপ্লবী অনন্ত সিং-এর বায়োপিক নিয়ে আসছেন পরিচালক পথিকৃৎ বসু।কালীপুজোর দিন এই ছবির শুভ মুহুরত অনুষ্ঠিত হয়েছিল। সমস্ত রীতিনীতি মেনে পুজো সম্পন্ন করার পর শুরু হয় ছবির কাজ। এই বিশেষ দিনের বেশ কিছু মুহূর্ত তুলে ধরতে দেখা যায় জিৎকে। তাঁর পোস্টে দেখা যায় পরিচালকের সঙ্গে ছবির ক্ল্যাপারবোর্ড হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন  অভিনেতাকে। গত শনিবার থেকেই কলকাতায়  শুরু হয়ে গেলো ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির শুটিং।  এই ছবিতেই জিৎ ও টোটাকে একসঙ্গে দেখা যাবে। 

আরও পড়ুন:

‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির ছবির প্রেক্ষাপট। 

পথিকৃৎ বসু পরিচালিত এই সিনেমায় উঠে আসবে বিপ্লবী অনন্ত সিং- এর জীবনী। অনন্ত সিং- এর ভূমিকায় দেখতে পাওয়া যাবে অভিনেতা জিৎকে। এই সিনেমায় দুর্গা রায়ের চরিত্রে অভিনয় করবেন টোটা। নেতিবাচক না হলেও অনন্তের চিরশত্রুর চরিত্রে অভিনয় করবেন তিনি বলেই জানা যাচ্ছে। এই ছবিতে জিৎকে বিপ্লবী অনন্ত সিংয়ের লুকে ফুটিয়ে তোলার দায়িত্বে আছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর উপর। ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটির মিউজিকের দায়িত্বে রয়েছেন শান্তনু মৈত্র। শোনা যাচ্ছে, এই ছবির বেশকিছু শুটিং হতে চলেছে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায়। সবকিছু যদি ঠিকঠাক থাকে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১৫ আগস্ট মুক্তি পেতে পারে ছবিটি। 

শুটিং এর সেটে জিৎ না টোটা কে কাকে বেশি টেক্কা দিচ্ছেন?


অঞ্জন দত্তের পারিবারিক সিনেমা থেকে শুরু করে করন জোহরের সিনেমা সবরকম সিনেমাতেই কাজ করতে দেখা গেছে টোটা রায়চৌধুরীকে। এই সিনেমাতে টোটা রায়চৌধুরিকে  সেই আমলের দুঁদে পুলিশ অফিসার এর চরিত্রে দেখা যাবে। এর আগেও বহুবার পুলিশ অফিসার এর ভূমিকায় অভিনয় করেছেন তিঁনি।  গত বছর প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ ছবিতেও তিনি পুলিশ অফিসার হয়েছিলেন। তবে এই ছবিতে টোটা-কে  নতুন করে কি করবেন তিঁনি? এই প্রশ্ন উত্তরে টোটা বলেন, ‘লুক’ থেকে চরিত্রবিন্যাস— অনেক আলাদা। অনেক বছর পরে পুরনো টোটাকে দেখতে পাবেন আপনারা।” পর্দায় এই দুই দাপুটে অভিনেতার যতই বন্ধুত্ব থাকুক না কেন পর্দায় কেউ কাউকে এক চুলও জমি ছাড়তে নারাজ।   সুপাস্টার জিৎ এর নতুন সিনেমা নিয়ে আগ্রহী ভক্তরা। এর আগে নীরজ পাণ্ডের সিরিজ় ‘খাকী: দ্য বেঙ্গল চ্যাপ্টার’এই সিনেমায়  জিৎ কে দেখা গিয়েছিলো চেনা গন্ডি ছেড়ে ভিন্ন চরিত্রে।  এর আগেও অবশ্য অসুর সিনেমাতেও  একেবারে ভিন্ন রূপে চিনেছিল ভক্তরা।  এই সিনেমা গুলি ছিল সমালোচকদের মুখের উপর সপাটে জবাব। তবে এই সিনেমায় জিৎ এর চরিত্র কতটা চমক দিতে চলেছে তা দেখার। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *