‘অর্জুন চক্রবর্তী ‘
আগামী ২৩ শে জানুয়ারি বড়ো পর্দায় মুক্তি পাবে রাজ চক্রবর্তীর বহুল প্রতিক্ষিত ‘হোক কলরব’
টানা ছয় বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন তপন সিংহের প্রিয় অভিনেতা। একটা সময় তিনি তার দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকের মনের মনিকোঠায় নিজের জায়গা করে নিয়েছিলেন। তবে মাঝে অনেকটা সময় তিনি নিজেকে রুপালি পর্দা থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু তার অভিনয় আজও দর্শক মিস করেন। ভাবছেন তো কার কথা বলছি ? ঠিক ধরেছেন একটা সময়ের হিট হিট ছবি উপহার দেওয়া বর্ষীয়ান অভিনেতা অর্জুন চক্রবর্তীর কথাই বলছি। হ্যাঁ ফের পর্দায় ফিরছেন তিনি তাও আবার উইন্ডোজ় প্রযোজনা সংস্থার হাত ধরে।
চলতি বছরের মাঝামাঝি এবং পুজোতে বক্স অফিসে যথাক্রমে ম্যাজিক দেখিয়েছেন অভিনেতা এবং পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই বছরে নন্দিতা-শিবপ্রসাদ জুটির পরিচালিত দু’টি ছবি ‘আমার বস’ এবং ‘রক্তবীজ ২’ মোটের উপর বেশ ভাল-ই ব্যবসা করেছে বক্স অফিসে। আগামী বছরের শুরুতেই তাঁদের প্রযোজনায় যে মুক্তি পাচ্ছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ নামের একটি ছবি, সে খবরও পুরোনো। এহেন আবহেই সোশ্যাল মিডিয়া পোস্টে আগামী বছরে অর্জুন চক্রবর্তীর সাথে নতুন ছবির ঘোষণা করলেন শিবপ্রসাদ। শিবপ্রসাদের কথায়, “১৯৯৬ সালে ‘ঘুম
দেবেন তিনি একেবারে অন্য ভাবে। শোনা গিয়েছে, কনীনিকারও নাকি লুক সেট হয়ে গিয়েছে। তবে ছবির নাম কী হবে তা এখনও জানা যায়নি। ছবি কবে মুক্তি পেতে পারে সেই আভাসও মেলেনি নির্মাতাদের পক্ষ থেকে।
এতো বছর বাদে বড়পর্দায় কামব্যাক, কী বলছেন অর্জুন ? সেই প্রসঙ্গে প্রবীণ অভিনেতার মন্তব্য, “ইচ্ছে করেই অবসর নিয়েছিলাম। বরাবর ভীষণ ভাল ছবিতে অভিনয় করেছি। তাই যে কোনও চরিত্রে মুখ দেখাব না বলেই এত দিন দূরে ছিলাম। নন্দিতা-শিবুর সঙ্গে ৩০ বছরের বন্ধুত্ব। এই প্রথম কাজ।” পরিচালকজুটি তাঁকে গল্প শোনাতেই অভিনেতা আর ফেরাতে পারেননি। অভিনেতা আরো বলেন, “এটি একটা নেশা ধরানো চরিত্র। এরকম চরিত্র আজ অবধি বাংলা সিনেমায় আসেনি এবং শিবু বলল- তোমাকে ছাড়া আর কাউকে মানাবে না। সেটা একজন আর্টিস্টের জন্য বিশাল পাওনা। এই চরিত্রটা আমায় প্রচণ্ড উজ্জীবিত করেছে, এবং আমার বিশ্বাস নন্দিতা এবং শিবুর সাথে জমিয়ে হইহই করে আমরা কাজটা করব।” উল্লেখ্য, নতুন বছরের ৪ জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা।
ছাত্রদের উদ্দশ্যে বলা তাঁর মারকাটারি সংলাপ ‘আমি ক্ষুদিরাম চাকি। আমি ঝুলি না ঝোলাই’।
শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে এই ছবিতে নজর কেড়েছেন রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য, ওম সাহানি প্রমুখ। রাজের ‘হোক কলরব’ ছবিতে যে ভরপুর অ্যাকশন থাকতে চলেছে তা টিজারে আরও স্পষ্ট হল। চলতি বছরের আগস্ট মাসে এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক। সত্য ঘটনা অবলম্বনেই নির্মিত হচ্ছে এই ছবি এমনটাই খবর। নতুন বছরে ‘হোক কলরব’ই হতে চলেছে রাজের প্রথম ছবি। তবে এই ছবির টিজার দেখেই বোঝা যাচ্ছে এটি শুধু একটি ছবি নয়, বরং একটি তীব্র সামাজিক প্রতিবাদ ও সময়ের জ্বলন্ত প্রশ্ন তুলে ধরার সাহসী প্রয়াস।