‘পরিণীতা’ 

মৃত্যুর কোলে ঢোলে পড়তে চলেছে গোপাল ! তবে কি 'পরিণীতা' ধারাবাহিকে পথ চলা শেষ হতে চলেছে দ্রোণের ?

গত সপ্তাহে রেটিং চার্টে প্রথমস্থান থেকে এক ধাক্কায় চতুর্থস্থানে চলে আসে ‘পরিণীতা’

বরাবরই টিআরপি তালিকার শীর্ষে নিজেদের জায়গা করে নেওয়া ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম ‘পরিণীতা’। তবে  গত সপ্তাহে রেটিং চার্টে প্রথমস্থান থেকে এক ধাক্কায় চতুর্থস্থানে চলে আসে ‘পরিণীতা’। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে একটি বিশেষ চরিত্র ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছে। তার ইঙ্গিত দিয়েছেন রায়ানের দাদু ওরফে সুব্রত গুহ।   দ্রোণ ভট্টাচার্যের একটি সাদা কালো ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “গোপাল আর দাদুর এটাই শেষ ছবি। তবে জীবন থেমে থাকে না। দ্রোণকে ভুলবো কী করে, একসাথে মেকআপ রুমে যে গান গল্প আর দুষ্টুমি করেছি তাও ভুলবো কী করে।” অভিনেতার পোস্ট ঘিরেই শুরু জল্পনা তবে কি ধারাবাহিক থেকে গোপালের চরিত্র বাদ যেতে চলেছে। তা ভেবেই একরাশ মন খারাপ দর্শকের। 

 ‘পরিণীতা’ ধারাবাহিকের গল্পে বড়ো মোড় 

ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে, বসু বাড়িতে সবাই একত্রিত হয়ে নাচ-গানে মেতে উঠবে, যেন কিছুক্ষণের জন্য সব সমস্যা ভুলে যাওয়ার চেষ্টা। কিন্তু সেই আনন্দের মাঝেই আসে  ভয়াবহ মোড়। নাচতে নাচতে হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পরে গোপাল।  মুহূর্তের মধ্যে বদলে যায়  পরিবেশ। এরপরই গোপালকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার জানায়, গোপালের ব্রেইন টিউমার হয়েছে লাস্ট স্টেজ।  আর তারপরেই কান্নায় ভেঙে পরে রুক্মিণী। পারুলের আতঙ্ক,

আরও পড়ুন:

পরিবারের হাহাকার সব মিলিয়ে এই পুরো দৃশ্যে দর্শকের মন ভেঙে যায়। এই পরিস্থিতি দেখে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, গোপাল চরিত্রের পথচলা হয়তো এখানেই শেষের দিকে।  শেষরক্ষা আর হবে না। মারা যাবে গোপাল। কিন্তু তার স্ত্রী রুকুর কী হবে? গল্পে কি তবে অন্য ট্র্যাক আসছে? সেটা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ‘পরিণীতা’র সঙ্গে যে দ্রোণের যাত্রা এখানেই শেষ সেই ইঙ্গিত মিলেছে। 

খুব অল্পদিনেই গোপাল ও রুকুকে দর্শক ভালবাসা দিয়েছিলেন। তাদের মিষ্টি সম্পর্কের বন্ধন দেখে চোখ ফেরাতে পারতেন না দর্শক। কিন্তু হঠাৎ কেন গোপালকে এভাবে গল্প থেকে সরিয়ে দেওয়া

হচ্ছে তা যদিও জানা যায়নি। এর আগে যদিও বহু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রের মৃত্যুর মাধ্যমেই গল্পের মোড় ঘোরানো হয়েছে। এবার ‘পরিণীতা’র ক্ষেত্রেও তেমন ভাবনা বোধহয় চ্যানেলের। 
এর মধ্যে গল্পে দেখানো হচ্ছে রায়ানের প্রেমিকা মহুলকে। তাকে ঘিরেই এগোচ্ছে গল্প। পারুল আর মহুলের টক্করের জন্য অপেক্ষাও করছেন দর্শক। এর মাঝে গোপালের মৃত্যু কতটা প্রভাব ফেলবে ধারাবাহিকের গল্পকে, সেটাই এখন দেখার। এই চমকের পরে কি টিআরপিতে বিরাট রদবদল ঘটবে? সেই দিকেই তাকিয়ে দর্শক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *