‘পরশুরাম’
এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় একটি ‘পরশুরাম আজকের নায়ক’।
এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় একটি ‘পরশুরাম আজকের নায়ক’। স্টার জলসার পর্দায় ইন্দ্রজিৎ-তৃণার জনপ্রিয় ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। টিআরপি তালিকাতেও এক থেকে পাঁচে নিজের জায়গা ধরে রাখে ‘পরশুরাম’। বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়ে আসছে এই ধারাবাহিক। এবার যাত্রা শুরু করতে চলেছে হিন্দিতেও। বাংলা ধারাবাহিকের সাফল্যের পর তা হিন্দিতেও সম্প্রচার হওয়ার নজির আগেও মিলেছে। এবারও ফের তার সাক্ষী হতে চলেছেন দর্শক-অনুরাগীরা।
এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় একটি ‘পরশুরাম আজকের নায়ক’। স্টার জলসার পর্দায় ইন্দ্রজিৎ-তৃণার জনপ্রিয় ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। টিআরপি তালিকাতেও এক থেকে পাঁচে নিজের জায়গা ধরে রাখে ‘পরশুরাম’। বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়ে আসছে এই ধারাবাহিক। এবার যাত্রা শুরু করতে চলেছে হিন্দিতেও। বাংলা ধারাবাহিকের সাফল্যের পর তা হিন্দিতেও সম্প্রচার হওয়ার নজির আগেও মিলেছে। এবারও ফের তার সাক্ষী হতে চলেছেন দর্শক-অনুরাগীরা।
ধারাবাহিকে কারা অভিনয় করবেন বা কবে থেকে শুরু হবে এই নতুন ধারাবাহিক সেটাও এখনও জানা যায়নি। তবে এইটুকু স্পষ্ট বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা দেখেই হিন্দিতে ধারাবাহিকটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই প্রথমবার নয়, এর আগে ‘শ্রীময়ী’ থেকে ‘ভুতু’ একাধিক ধারাবাহিকের বাংলা জনপ্রিয়তা দেখে হিন্দিতে সেটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুব সম্প্রতি জি বাংলায় জনপ্রিয়তার তুঙ্গে থাকা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের হিন্দি ধারাবাহিক দেখানো হয় স্টার জলসায়। যদিও এই দুটি ধারাবাহিক প্রায় একসঙ্গেই শুরু হয়েছিল। তবে বাংলায় নায়ক নায়িকাদের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছিল তা হিন্দিতে হয়নি তবে জনপ্রিয়তার দিক থেকে একটু হলেও এগিয়ে আছে বাংলা।
প্রসঙ্গত, বর্তমানে বাংলার ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে দেখানো হচ্ছে তটিনীর চরিত্রের অজানা একটা দিক রয়েছে যা এতদিন নায়ক জানত না। তবে বর্তমানে ধীরে ধীরে সেই চরিত্রের পরত সরছে। ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের সঙ্গেও কোলাব করল এই মেগা। সেখানে বিদ্যা ব্যানার্জিকে বাঁচাতে হাজির হতে দেখা যায় পরশুরামকে। বাংলায় পরশুরাম ধারাবাহিকে মুখ্য দুই চরিত্রে দর্শক দেখছেন ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহা। হিন্দিতে এই দুই চরিত্রে দর্শক কাকে দেখবেন এখন সেটাই দেখার। এখনও ধারাবাহিকের টিমের তরফে কিছু প্রকাশ্যে আনা হয়নি। শুধু তাই নয়, হিন্দিতে পরশুরামের যাত্রা শুরু কবে থেকে শুরু হচ্ছে, শুটিংই বা কতদূর সে সব কিছুও খোলসা করা হয়নি।