“আর মাত্র ৮ দিন!” — সায়নদীপের ইঙ্গিতপূর্ণ পোস্টে ভক্তদের জল্পনা, কী হতে চলেছে এই তারকা দম্পতির জীবনে?
টলিউডের জনপ্রিয় জুটি রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার সম্প্রতি আবারো উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। গত মাসের শেষের দিকে ছেলের অন্নপ্রাশনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যেভাবে তাঁরা ভক্তদের মন কেড়েছিলেন, এবার ঠিক তেমনই এক নতুন ইঙ্গিত দিয়ে কৌতূহল বাড়ালেন সায়নদীপ।
১১ জুলাই সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিয়ের ছবি শেয়ার করেন সায়নদীপ। ছবিতে নবদম্পতিকে দেখা যায় ঐতিহ্যবাহী খই পোড়ানোর মুহূর্তে। রূপসার গায়ে লাল বেনারসী, গা ভর্তি সোনার গয়না, টানা কানের দুল আর ছোট্ট টিপ — বাঙালি কনেকে যেন একেবারে বইয়ের পাতার মতো লাগছে। আর তাঁর পাশে বর সাজে সায়নদীপ, পরনে সূচিকর্ম করা লাল পাঞ্জাবি ও ধুতি। হাসিমুখে ধরা দিয়েছেন দুজনেই।
এই ছবির ক্যাপশনেই সায়নদীপ লেখেন, “আর মাত্র ৮ দিন।”
এই একটি লাইনেই শুরু হয়েছে চর্চা। অনেকেই বলছেন, সম্ভবত তাঁদের বিবাহবার্ষিকী আসছে ৮ দিন পর। আবার কেউ কেউ মনে করছেন, এই পোস্ট রূপসার জন্য কোনও বিশেষ সারপ্রাইজ দেওয়ার ইঙ্গিত হতে পারে। আর কেউ বা ধারণা করছেন, এই তারকা দম্পতি এবার কোনও বড় ভ্রমণ পরিকল্পনা করছেন তাঁদের ছোট্ট ছেলেকে নিয়ে — হয়তো অ্যানিভার্সারির সেলিব্রেশনের অংশ হিসেবেই।
স্মৃতির পাতায় ফিরে দেখা অন্নপ্রাশনের সেই দিন
গত মাসের শেষদিকে ছেলের অন্নপ্রাশন উপলক্ষে ইনস্টাগ্রামে একের পর এক ছবি এবং ভিডিও পোস্ট করেন সায়নদীপ–রূপসা। সেদিন রূপসার পরনে ছিল টকটকে লাল বেনারসী, গায়ে গয়নার ঝলক, চোখে টানা কাজল, মাথায় ফুল দিয়ে খোঁপা — এক কথায় বাঙালি মায়ের অনন্য রূপ।
সায়নদীপের সাজও ছিল চোখে পড়ার মতো — সোনালি জরি-কাজের লাল পাঞ্জাবি আর ধুতি পরে ছেলের পাশে হাসিমুখে দাঁড়িয়েছিলেন তিনি। অন্নপ্রাশনের সেই আয়োজন আর ছবি দেখে বোঝা যায়, তাঁদের পারিবারিক মুহূর্তগুলো তাঁরা কতটা আন্তরিকভাবে উদযাপন করেন।
ভক্তদের অপেক্ষা এখন শুধু সেই ‘৮ দিন’-এর
সায়নদীপের সাম্প্রতিক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্টে দেখা গেছে ভক্তদের আগ্রহ, ভালবাসা এবং জল্পনা-কল্পনা। “বিয়ের বার্ষিকীতে কী সারপ্রাইজ দিচ্ছেন?”, “কোথায় যাচ্ছেন ট্রিপে?”, “রূপসার জন্য কী প্ল্যান করছেন?” — এমন হাজারো প্রশ্ন ছুঁয়ে যাচ্ছে এই তারকা দম্পতির ইনবক্স।
তবে এখনো পর্যন্ত তাঁরা মুখ খোলেননি। সব প্রশ্নের উত্তর মিলবে সেই প্রতীক্ষিত দিনে — যার জন্য আর মাত্র ৮ দিন বাকি।
ততদিন পর্যন্ত, ভক্তরা অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন সায়নদীপ-রূপসার ইনস্টাগ্রামে। কারণ এই দম্পতির জীবনের পরবর্তী বিশেষ মুহূর্তটাও হয়তো ঠিক ততটাই মধুর ও মনভোলানো হবে, যতটা ছিল তাঁদের অন্নপ্রাশনের দিন।