হার্দিক পান্ডে – মিহিকা শর্মা

নতুন প্রেমে মজলেন ক্রিকেটার! ২৪ বছরের প্রেমিকার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন……..

 ২৪  বছরের প্রেমিকার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হার্দিক পান্ডে

hardik pandya

অতীতের বিদ্বেষ কাটিয়ে, অবশেষে নতুন জীবনে পদার্পন।  বহুদিন ধরেই জল্পনা চলছিল নতুন প্রেমে পড়েছেন ক্রিকেটার, অবশেষে  সব জল্পনার সমাপ্তি।  ২৪  বছরের প্রেমিকার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হার্দিক পান্ডে। শুক্রবার যুগলকে প্রকাশ্যে দেখা গেলো।  একই গাড়িতে প্রেমিকার সঙ্গে বিমানবন্দরে আসেন তিনি। দুজনকেই দেখা গেলো কালো পোশাকে।  প্রেমিকাকে আগলে নিয়ে এয়ারপোর্টে ঢুকছেন পান্ডে।  মডেল মিহিকা শর্মার সাথে হার্দিকের প্রেম প্রকাশ্যে আসতেই তুমুল হৈচৈ নেট দুনিয়ায়।  কিছুদিন আগেই গোপনে বাগদান সেরেছেন রশ্মিকে-বিজয়,  এই একই পথ অবলম্বন করতে চলেছেন ক্রিকেটার, চলছে জোর জল্পনা। নাতাশার সাথে বিচ্ছেদের পর গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গেও প্রেমের গুঞ্জন সামনে এসেছিলো।   নিজের থেকে বয়সে এতো একজন মডেলের প্রেমে পড়েছেন হার্দিক, যদিও বয়স শুধু সংখ্যা মাত্র।  তা এই যুগলের প্রেমে বাধা হয়ে দাঁড়াতে পারিনি। এই নিয়ে চর্চা চললেও মুখ খোলেননি হার্দিক মিহিকা কেউই।  তবে এভাবে জনসমুক্ষে প্রকাশ্যে  আসা, হার্দিকের সম্পর্কে নীরব সম্মতি বলেই মনে করছেন নেটিজেনরা।  

আরও পড়ুন:

ভক্তদের মন ভেঙে হয়েছিল বিচ্ছেদ।     

 গত বছর টি২০    বিশ্বকাপ  বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন হার্দিক পান্ডে নাতাশা স্ট্যানকোভিচ। দু-পক্ষের যৌথ  সম্মতিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছিলো।  হার্দিক পুত্র অগাস্তা রয়েছে মা নাতাশার সঙ্গে।  এতো ভালোবাসাময় দম্পতির বিচ্ছেদে মন ভেঙেছিল ভক্তদের।  এই অবশ্য জনগণের কাঠগড়ায় বারবার দাঁড়াতে হয়েছিল নাতাশাকে।   হার্দিক-নাতাশার বিচ্ছেদ নিয়ে  একটি রিপোর্ট প্রকাশ হয় । তাতে  জানা যায়,  হার্দিক  নাতাশার জন্য একটু বেশি ফ্ল্যামবয়েন্ট ছিল। নাতাশা তা সামলাতে পারছিলো না।  এরপর থেকেই নাঠাসা বুঝতে পারেন  তাঁদের  দূরত্ব ক্রমশ বাড়ছে।  সম্পর্কের শুরুতে যেই বনিবনা ছিল তা আস্তে আস্তে বাড়তে থাকে। সেই রিপোর্টে আরও  বলা হয়, নাতাশা যদিও সম্পর্ক বাঁচাতে চেয়েছিলো পরে তা আর সম্ভব হয় নি।     

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *