Dhumketu: পাহাড়ের কোলে প্রেমে ডুব দেব ও শুভশ্রীর। পরক্ষণেই দেখা গেল, ঠেলে বেরিয়ে আসছে চোখ। আয়নায় নিজেকে দেখতে গিয়ে, লম্বা জিভ ভেঙালেন দেব। এমন উন্মত্ত আচরণ কেন? প্রেমিকা শুভশ্রীর প্রেমে পাগল এই অভিনেতার এমন রুপ দর্শক আগে কখনও দেখেননি বললেই চলে।
দেবকে বলতে শোনা গেল, ‘গত ৯ বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি। আমি কোনও দোষ না করেও মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি মৃত্যুকে আর ভয় পাই না।’ এর পরেই অভিনেতার আরও এক অদ্ভুত দাবি, ‘সিনেমায় একটা হিরো ভিলেনকে আইন টপকিয়ে কুপিয়ে মারলেও সে হিরোই থাকে, আর আমরা মাঝখান থেকে ভিলেন হয়ে যাই।’ নিশ্চয়ই ভাবছেন, ব্যাপারটা আসলে কী?
মুক্তি পেয়েছে ধূমকেতুর টিজার (Dhumketu Teaser Launch)
অবশেষে প্রকাশ্যে এসেছে ‘ধূমকেতু’র টিজার। টিজার জুড়ে দেবকে ভিন্ন অবতারে দেখা গিয়েছে। কখনও অ্যাকশন, কখনও রোম্যান্স, আবার কখনও বা পাহাড়ি রাস্তায় বৃদ্ধের বেশে রহস্যময় ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি। টিজারজুড়ে দেবের প্রস্থেটিক মেকআপ অবাক করেছে ফ্যানেদের। অতএব, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আবার যে দেব-শুভশ্রী ঝড় আসতে চলেছে, তা না স্বীকার করলেই নয়।

Dhumketu Teaser Out: Watch now
দেবের প্রযোজনা সংস্থার আট বছর পূর্তিতে এই প্রতীক্ষিত ছবির টিজার লঞ্চ করা হয়েছে। জানা যাচ্ছে যে এই ছবির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। দেব ও শুভশ্রীর পাশাপাশি টিজারে দেখা দিয়েছেন রুদ্রনীল ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়ও। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৪ অগস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’।