Kanchan Mullick: ভূত বা অশরীরী আত্মার অস্তিত্ব আছে! নাকি ভূত বলে কিছুই হয় না! তা নিয়ে বিতর্ক চলছে যুগ যুগ ধরে। কেউ কেউ আবার দাবিও করেন যে তাঁরা নাকি তেনাদের অস্তিত্বও অনুভব করে ফেলেছেন এরইমধ্যে। একই অনুভবের তালিকায় তবে এবার নাম লেখালেন কাঞ্চনও! দিন দুপুরে কাঞ্চন মল্লিক যা দেখলেন, না জানলে আপনারও একেবারেই বিশ্বাস হবে না। ঠিক কী ঘটেছে কাঞ্চনের সঙ্গে? ভাইরাল ভিডিয়ো দেখলে বুঝতে পারবেন।
কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে?
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি হলুদ রঙের শার্ট এবং মাথায় নীল টুপি পরে বাড়ি থেকে বেরিয়ে আসছেন কাঞ্চন। সামনে থেকে তাঁর ড্রাইভার এসে বললেন, তিনি ওয়াশরুমে যাচ্ছেন। কাঞ্চনের তো ভালোই তাড়া। এমন সময় অভিনেতাকে তাড়াহুড়ো করতে দেখে ড্রাইভার বলেন যে আপনি গাড়িতে গিয়ে বসুন। আসছি। কাঞ্চনও রীতিমত গাড়িতে গিয়ে বসেন। তারপরেই ঘটে ঘটনাটা।
ড্রাইভারের কথামতো গাড়িতে গিয়ে বসতেই চমকে উঠলেন কাঞ্চন। ড্রাইভার সিটে তো আগে থেকেই বসে ড্রাইভার। ভয় পেয়ে অভিনেতা জিজ্ঞাসা করেন, ওয়াশরুমে গেলে না তো? ড্রাইভারও উত্তরে বলেন, তিনি তো কোথাও যাননি এখানেই বসে আছেন। এরপরই স্তব্ধ হয়ে যান কাঞ্চন মল্লিক। তাহলে সত্যি কি ভূতের খপ্পরে কাঞ্চন?
আসলে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সেটি আসলে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার উদ্দেশ্যে তৈরি। কাঞ্চনও রয়েছেন ছবিতে। সেই ইঙ্গিত দিতেই এই রিল শুট করা হয়েছে। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটির শুটিং হচ্ছে পাহাড়ে বলে জানা গিয়েছে।