GreenChillies-Entertainment

Lokkhi Jhapi Serial

খল নায়িকার দাপট সিরিয়াল শুরুর আগেই! ‘লক্ষ্মী ঝাঁপি’র ভিলেন কে জানেন?

Lokkhi Jhapi Serial: বিয়ের কনে ঝাঁপি, বসতে প্রস্তুত বিয়ের মণ্ডপে। এমন সময় বাড়ি বয়ে এসে পৌঁছে যায় ব্যবসার লোকসানের খবর। বাবার উপর শুরু হয় বাইরের লোকের তোড়জোড়। রীতিমত লাঠি নিয়ে তেড়ে আসে বাবার দিকে। নিজেদের প্রাপ্য পাওনা টাকা ফেরত না পেয়ে ঝাঁপির বাবার উপর হামলা চালায় পাওনাদারেরা। বাবাকে বাঁচাতে বড় পদক্ষেপ নেয় ঝাঁপি। সিদ্ধান্ত নেয়, বাবার তরফে টাকা ফেরত দেবে সে, তাও আবার দু’বছরের মধ্যে। প্রয়োজনে ব্যাঙ্ক খুলতেও বাধা নেই। এখান থেকেই শুরু ঝাঁপির পথচলা।

এই সিরিয়ালে দীপের চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। ফাঁকা মণ্ডপে ঝাঁপির পাশে দাঁড়াতে দেখা গিয়েছে দীপকে। প্রোমো জুড়ে প্রকাশ পেয়েছে দীপ ও ঝাঁপির এক অটুট বন্ধুত্বের গল্প। দর্শকদের অনুমান যে এই বন্ধুত্বই পরবর্তীতে ভালোবাসা হয়ে দাঁড়াতে পারে। আর ভালোবাসা বা অটুট বন্ধুত্ব যাই হোক না কেন, তাতে আগুন লাগাতে দেখা যেতে পারে আরও এক অভিনেত্রীকে। ভিলেন হয়ে নামতে পারেন তিনি। জানা যাচ্ছে, খল নায়িকার চরিত্রে অভিনেত্রী তনয়া চট্টোপাধ্যায় থাকতে পারেন।

প্রসঙ্গত, খলনায়িকার চরিত্রে আগাগোড়াই নজরকাড়া ছিলেন তনয়া। দর্শক তাঁকে শেষ দেখেছেন জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’র ইশার চরিত্রে। সেখানে প্রথম থেকেই দর্শকের পছন্দের খলনায়িকার তালিকায় ছিলেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *