Pallavi Sharma: এখনও পর্ণা নামে পরিচিত অভিনেত্রী পল্লবী শর্মা। নিম ফুলের মধু সিরিয়ালের জন্য তাঁর নাম এখন বাংলা খ্যাত। কিন্তু সিরিয়ালটা শেষ হওয়ার পর থেকে বেশ কয়েক মাস হয়েছে, দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। তাহলে এখন কেমন আছেন তিনি? আবার কবে পর্দায় দেখা যাবে তাঁকে? ফ্যানেদের মনে উঠে আসছে প্রশ্ন। এবার সামনে তারই উত্তর।
পর্দা থেকে দূরে কেমন আছেন পল্লবী শর্মা (Pallavi Sharma)?
ছোটবেলায় হারিয়েছেন বাবা-মাকে। নিজের পায়ে দাঁড়াতে শিখেছেন আগেই। কলকাতায় তাঁর একার সংসার। একাই আছেন। নিজের সঙ্গ উপভোগ করেন। বেড়াতে যেতে খুব ভালোবাসেন। নেপাল ঘুরে এসেছেন কিছু দিনের জন্য। আপাতত বাড়িতেই কাটছে দিন। ভাইপো-ভাইঝিদের গরমের ছুটি, তাদের সঙ্গে সময় কাটাতে কয়েক দিনের জন্য দাদার বাড়ি থেকে ঘুরে এসেছেন।
পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিলেন কেন?
পল্লবীর প্রথম ধারাবাহিক ‘কে আপন কে পর’ প্রায় পাঁচ বছর ধরে চলেছিল। তার পরের নিম ফুলের মধুও বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তবে, ধারাবাহিক চলাকালীন নিজেকে সময় দেওয়া হয়ে ওঠে না। তাই এখন সবেমাত্র কাজ শেষে নতুন প্রজেক্টের কথা ভাবছেন না নায়িকা। নিজেই জানাচ্ছেন যে কিছু দিনের ছুটি কাটাচ্ছেন পল্লবী। এদিন এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘এক বার কাজ শুরু হয়ে গেলে ছুটি পাওয়া যায় না। তাই নিজেকে কিছু সময় দিতে চাই।’
আবার কবে দেখা যাবে তাঁকে?
জানা গিয়েছে, ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই নানা কাজের সুযোগ আসছে পল্লবী শর্মার কাছে। এখন যদিও থাকতে চান কিছুটা নিজেই কাছেই, খুব তাড়াতাড়ি আবার কাজে ফিরবেন বলেও আশ্বাস দিয়েছেন।