ইউভান- ইয়ালিনি ভাইফোঁটা স্পেশাল 

দাদাকে  প্রণাম ছোট্ট ইয়ালিনির,বোনের মাথায় হাত রেখে কী আশীর্বাদ করলো দাদা ইউভান? 

 ছেলেমেয়ের ভাইফোঁটা নিয়ে আগ্রহ দেখা যায় শুভশ্রীর

priyanka

বিদেশের মাটিতেও ভোলেননি সংস্কৃতি: বছর  আটেক হলো বিদেশের মাটিতেই সংসার পেতেছেন। পপতারকা নিক জোনাস ও কন্যা মালতিকে নিয়ে  চুটিয়ে সংসার করছেন তিনি। কিন্তু তাও ভোলেননি নিজের দেশের সংস্কৃতি। বিদেশের মাটিতেও  সব আচার অনুষ্ঠান রীতিমেনে পালন করেন। তাতে অবশ্য পুরোটাই সঙ্গে দেন নিক জোনাস। তাই করবা চৌথ এর বিশেষ দিনে  অর্ধ ভ্রমণের মধ্যেই সারপ্রাইজ ভিসিট করেন, আর তাতেই উচ্ছাসিত প্রিয়াঙ্কা। 

 

করবা চৌথে প্রিয়াঙ্কা-নিক এর মিষ্টি মুহূর্ত। 

প্রতি বছরের মতো এবছরও করবা চৌথ পালন করেছেন ‘দেশি গার্ল’। শুক্রবারই হাত ভোরে পড়েছিলেন মেহেন্দি, আর তার মাঝেই উঁকি দিচ্ছে ‘নিকোলাস’ নাম। মেয়ে মালতিও কম যান না  মায়ের সঙ্গে তিনিও পড়েছেন মেহেন্দি।

আরও পড়ুন:

সেই ছবিই গতকাল নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।  করবা চৌথএর দিনেও বেশকিছু ছবি শেয়ার করেছেন তিনি। প্রথম ছবিতে, প্রিয়াঙ্কা ও নিক একসাথে পোজ দিচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে পিছনের জালনা থেকে দেখা যাচ্ছে চাঁদ, সেদিকেই হাত দিয়ে ইশারা করছেন প্রিয়াঙ্কা।  অন্যআরেকটি ছবিতে দেখা যাচ্ছে নিক এর গালে হাত দিয়ে আছেন তিনি।, হাতে লাল চুরি-মেহেন্দি।  আর একটিতে নিকের  সঙ্গে মেয়ে মালতিকেও দেখা যাচ্ছে।  

 

মা এবং শাশুড়ির থেকে কি পেলেন প্রিয়াঙ্কা? 

প্রিয়াঙ্কা ইনস্টাগ্রাম  পোস্টে  জানিয়েছিলেন, তার শাশুড়ি করবা চৌথ এর আগেই তার জন্য সর্গী পাঠিয়েছেন। মা মধু চোপড়াও  বিকাশ খান্নার রেস্তোরা থেকে খাওয়ার পাঠিয়েছেন  উপোস ভাঙার জন্য। এই বিশেষ দিনেও বাবার কোথাও স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *