স্বস্তিকা দত্ত

সিদ্ধান্ত বদলে ফের ছোট পর্দায় কামব্যাক স্বস্তিকার। কী কারণে নিজের দৃঢ় মনোভাব পরিবর্তন করলেন তিঁনি?

স্নেহাশিস  চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সাথে জলসার ধারাবাহিকে দেখা যাবে তাঁকে   

Swastika Dutta

দীর্ঘ আট বছরের বিরতি শেষে ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী। স্নেহাশিস  চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সাথে জলসার ধারাবাহিকে দেখা যাবে তাঁকে ।    ছোট পর্দা থেকে বড়ো পর্দা সর্বত্র সাবলীল অভিনয় করে  দর্শকের মন  জয় করেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত । কিন্তু বহু বছর ধারাবাহিক থেকে দূরে, সিনেমা ও ওয়েবসিরিসেই মন দিয়েছিলেন তিঁনি। তাঁর এখনও পর্যন্ত শেষ  ধারাবাহিকে তিনি  দৃঢ় ভাবে জানিয়েছিলেন, আর ধারাবাহিকে অভিনয় করবেন না তিঁনি।  কিন্তু সেই সিদ্ধান্তেই এবার বদল এনেছেন  স্বস্তিকা।  বদলের কারণও অবশ্য তিনি নিজেই জানিয়েছেন।  অভিনেত্রীর  কথায়, “আমার টেলিভিশনে কাজ করব এইরকম কোনও প্ল্যান ছিল না , এটা একেবারে হঠাৎ করেই হয়েছে । তাছাড়া আমি তো অভিনয় করতে এসেছি। ছোট, বড় বা মাঝারি পর্দার মাধ্যম দেখে কাজ করার চেয়েও আমার কাছে অভিনয় করাটা জরুরি। আর খুব কম অভিনেতাই আছেন যাঁরা ধারাবাহিক, সিনেমা আর ওয়েব সিরিজেও একইসঙ্গে অভিনয় করছে।” এছাড়া আরও বলেন,  “বিদ্যা ব্যানার্জী’র চরিত্রটার জন্যই সিরিয়ালে ফিরলাম।  প্রযোজক-পরিচালক  স্নেহাশিস চক্রবর্তীর কাছে গল্পটা পাঁচ মিনিট শুনেই বলেছিলাম এটা আমি করবই। দর্শক আমি , আমাকে কখনো এইভাবে আগে দেখেনি।”  নতুন ধারাবাহিকের   স্বস্তিকার লুকও বেশ চমকপ্রদ। 

আরও পড়ুন:

ধারাবাহিকের ট্যাগলাইন ভীষণ আকর্ষণীয়। ‘হাতে শুধু বীণা ও পুস্তক নয়, মাঝে মাঝে বেতও তুলে নিতে হয় শিক্ষা দেওয়াতে’ বোঝাই যাচ্ছে বর্তমান সময়ের উপর ভিত্তি করেই ধারাবাহিকের গল্প তৈরী করা হয়েছে। জানা যাচ্ছে ধারাবাহিকের শুটিংও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। 

 

ধারাবাহিকে অভিনয়ের সূচনাতেই কেল্লাফতে

ছোট পর্দা থেকে বড়ো পর্দা এমনকি ওয়েব প্লাটফর্ম সব মাধ্যমেই এরই মধ্যে অভিনয় 

করে ফেলেছেন স্বস্তিকা দত্ত। তবে অভিনেত্রীর জনপ্রিয়তা ছোট পর্দার হাত ধরেই। স্টার জলসার ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকের হাত ধরেই সব থেকে বেশি পরিচিতি লাভ করেছিলেন। যদিও ছোট পর্দায় অভিনয় এর পাশাপাশি সিনেমা ও ওয়েবসিরিসেও  অভিনয় এর মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। প্রথম সিনেমায় আত্মপ্রকাশ ‘পারবোনা আমি ছাড়তে তোকে’ ছবিতে।  এরপর ২০২৪  সালে ‘চালচিত্র’, ‘আলাপ’ ছবিতে যেমন অভিনয় করেছেন, তেমন ২০২৩  সালে ‘ফাটাফাটি’  ছবিতে অভিনয় করেও মুগ্ধ করেছেন দর্শকদের। অপরদিকে ওয়েবসিরিস ‘গভীর জলের মাছ’  সিরিসে  অভিনয় করে মন করেছেন ডিজিটাল প্লাটফর্ম এর দর্শকদের।  শুধু এখানেই শেষ নয়,  স্বস্তিকার ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’ ওয়েবসিরিস  কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে ডিজিটাল প্লাটফর্মে। এছাড়াও সিনেমা ‘ভানুপ্রিয়া ভুতের হোটেল’-ও কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে।