‘চাকদা এক্সপ্রেস’
জয়ের আসরে উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের এক কিংবদন্তি-ঝুলন গোস্বামী
রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ইতিহাস রচনা করেন ভারতকন্যারা। দু’বার বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ থেকে ছিটকে গিয়ে ভগ্ন হৃদয়ে মাঠ ছাড়তে হয়েছিল ঝুলন-মিতালিদের। অবশেষে সেই অধরা স্বপ্ন পূরণ করেছেন ‘উইমেন ইন ব্লু’। আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছেন হরমনপ্রীত কৌর, জেমাইমা, মন্ধানারা। আর সেই জয়ের আসরে উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের এক কিংবদন্তি-ঝুলন গোস্বামী। তাঁর হাতে জয়ের ট্রফি তুলে দিতে দেখা যায় হরমনপ্রীত দের। সম্প্রতি সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পরে। যেখানে দেখা যাচ্ছে ট্রফি হাতে ঝুলনকে জড়িয়ে ধরছেন অধিনায়িকা হরমনপ্রীত কৌর ও সহ-অধিনায়িকা স্মৃতি মন্ধানা। ঝুলন গোস্বামীর কান্নাভেজা জয়োচ্ছ্বাসের ছবি এখন নেটপাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে। সেই জয়ের আনন্দে ভেসেছে গোটা দেশ। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই নতুন করে আলোচনায় এসেছে অনুষ্কা শর্মা অভিনীত ঝুলনের বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’, যেটির শুটিং শেষ হয়েছে ২০২৩-এই, কিন্তু এখনও মুক্তি পায়নি। অনুরাগীদের দাবি, “এই তো সেরা সময়!” নেটফ্লিক্স, অনুষ্কা শর্মা ও ক্লিন এলিট ফিল্মস-কে ট্যাগ করে বহু নেটিজেন লিখেছেন, “এই ঐতিহাসিক জয়ের পর চাকদা এক্সপ্রেস মুক্তি না পেলে বড্ড অন্যায় হবে।”
ঝুলন গোস্বামীর ক্রিকেটের যাত্রাপথ ছিল না মোটেও সহজ। দাঁতে দাঁত চেপে ‘জেন্টলম্যানস গেম’-এর পিচে জায়গা করে নিতে হয়েছিল তাঁদের। কতটা কঠিন ছিল ঝুলন গোস্বামীর লড়াই? সেই ‘সংগ্রাম আখ্যান’ পর্দার জন্য বুনেছিলেন পরিচালক প্রসিত রায়। কিন্তু বছর দুয়েক আগে কাজ সমাপ্ত হলেও সেই সিনেমা বড়পর্দা তো দূরঅস্ত, ওয়েব প্ল্যাটফর্মেও মুক্তির আলো দেখেনি। দু দশক ধরে ব্যাট-বলের মারপ্যাঁচে পুরুষতান্ত্রিক সমাজকে ভাবতে শিখিয়েছিলেন ঝুলন, ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম সেই ‘কাণ্ডারি’র বায়োপিক আজও ‘ড্রেসিংরুম বন্দি’। ২০২৩ সালে ‘চাকদহ এক্সপ্রেস’-এর কাজ শেষ হয়েছে। যে সিনেমায় ঝুলনের ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। ‘চাকদহ এক্সপ্রেস’-এর শুটিং শুরু করার আগে বাইশ গজের ময়দানের খুঁটিনাটি শিখেছিলেন অনুষ্কা শর্মা। এমনকী ডায়েটেও জুড়েছিলেন ঝুলন গোস্বামীর শরীর ফিট রাখার মূল মন্ত্র পান্তা ভাত। কথা ছিল, নেটফ্লিক্স-এর পর্দায় মুক্তি পাবে সেই ছবি। বছর দুয়েক আগে প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হলেও বছর ঘুরতেই হিসেবের উলাট-পুরাণ! তবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয়কে সামনে রেখে ‘চাকদা এক্সপ্রেস’-এর গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি। ৪২ বছর বয়সী ঝুলন গোস্বামী বিশ্বের অন্যতম ফার্স্ট বোলার হিসেবে পরিচিত। মহিলা ওয়ান ডে ইন্টারন্যাশনালে সর্বাধিক (২৫৫) উইকেট নেওয়ার রেকর্ড তাঁর দখলে।
পশ্চিমবঙ্গের ছোট শহর চাকদহে জন্ম নেওয়া ঝুলন কলকাতায় গিয়ে ক্রিকেট শিখেছিলেন। কারণ তাঁর নিজের শহরে কোনও প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ভারতীয় মহিলা দলের অধিনায়ক ছিলেন। ২০১০ সালে তিনি অর্জুন পুরস্কারে ভূষিত হন এবং পরে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। অবসর গ্রহণের পর এখন তিনি বেঙ্গল দলের পরামর্শদাতা এবং আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দলের বোলিং কোচ হিসেবে কাজ করছেন। সিনেমার ক্ষেত্রেও ছবিটি বিশেষ গুরুত্বপূর্ণ। ‘চাকদা এক্সপ্রেস’ মুক্তি পেলে সাত বছর পর অনুষ্কা শর্মার বড় পর্দায় প্রত্যাবর্তন হবে।