টিআরপি টপার
বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রথমস্থান ধরে রেখেছিলো রায়ান-পারুল
নিজের জায়গা ধরে রাখতে পারলো না টিআরপি টপার ‘পরিণীতা’। বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রথমস্থান ধরে রেখেছিলো রায়ান-পারুল। তবে এই সপ্তাহে তিন নম্বরে নেমে গিয়েছে ‘পরিণীতা’। সেই সঙ্গে তাদের নম্বরও কমে গিয়েছে কিছুটা। প্রাপ্ত নম্বর ৬.৪। ফের টিআরপি টপার পরশুরাম। চলতি সপ্তাহে ৭.১ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। প্রথম থেকেই এই ধারাবাহিক টিআরপিতে ভালই ফল করছে। কখনও কখনও এক নম্বর স্থান হাতছাড়া হলেও, সেরা পাঁচে নিজের জায়গাটা টিকিয়ে রেখেছে ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহার এই ধারাবাহিক। তবে আবারও যে তটিনী ও শিবপ্রসাদের অনস্ক্রিন রসায়ণ দর্শকমহলে নিজের জায়গা করে নিচ্ছে তা টিআরপি তালিকাই প্রমান করে। শিকে ছিঁড়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকেরও। একটা সময় শুধুই পাঁচ নম্বরে দেখা যেত এই ধারাবাহিকের নাম। তবে এই সপ্তাহে নম্বর অনেকটাই বেড়েছে আগের চেয়ে। ৬.৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক।
এবারে দেখা গেল চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে তিনটি মেগা। জগদ্ধাত্রী, রাজরাজেশ্বরী রানী ভবানী আর চিরসখা। তিনটেই পেয়েছে ৬.২ রেটিং। তবে দুঃখের ব্যাপার হল রানি ভবানী নম্বর বাড়ালেও সদ্য এটিকে সরিয়ে দিয়েছে চ্য়ানেল।
চ্য়ানেল। ধারাবাহিকের টিআরপি কম থাকায় ও নতুন ধারাবাহিকের আগমনের কারণে সম্প্রচারের সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। স্বস্তিকা দত্তের ‘প্রফেসর বিদ্যা’কে দেওয়া হল সেই জায়গা। ১৭ নভেম্বর থেকে রাত ৮.৩০টার স্লটে আসছে ‘প্রফেসর বিদ্যা’। রাজনন্দিনী পাল অভিনীত মেগাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিকেল ৫টায়। অর্থাৎ ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্য়ায়ের বিপরীতে। কমলিনীর সঙ্গে স্বতন্ত্রর বিয়ে, বুবলাইয়ের আত্মহত্যার চেষ্টা, সব মিলিয়ে জমজমাট প্লট। আর ফলে লাফিয়ে বাড়ল নম্বর। জোয়ার ভাঁটা-র থেকে অনেকটাই এগিয়ে জিতে নিয়েছে স্লট। পঞ্চম স্থানে চিরদিনই তুমি যে আমার। ছয় নম্বরে আমাদের দাদামণি।
প্রথম তিন থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে ‘ফুলকি’। ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে জেল থেকে ছাড়া পেয়ে গেছে রুদ্ররূপ সান্যাল। অপরদিকে বড়ো হয়েছে ফুলকির মেয়ে ফুলঝুরি। তবে গল্পের এই ট্র্যাকটা মন কেড়ে নিতে পারেনি দর্শকের। উলেখ্য, ধারাবাহিকে রোহিত মারা যাওয়ার পর থেকেই কমেছে টিআরপি। বর্তমানে ৫.৯ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে ‘ফুলকি’। ‘ও মোর দরদিয়া’ শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করছে। রণিতা দাস এত বছর পর ছোট পর্দায় ফিরেই চমক দেখালেন। এই সপ্তাহে তাঁর ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭ পেয়ে আট নম্বরে রয়েছে। নিশা এবং উজির গল্প তো দর্শকদের প্রথম থেকেই নজর কেড়েছে। উজির বিয়ের পর্বগুলোতে তাঁদের আগ্রহ আরও বেড়েছিল সেটা
চলতি সপ্তাহের টিআরপি বুঝিয়ে দিল। এই সপ্তাহে নয় নম্বরে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতি অভিনীত এই ধারাবাহিক পেয়েছে ৫.৬ নম্বর। দশ নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’। শুভস্মিতার ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৩। এই সপ্তাহে বেশ কম রেটিং পেয়েছে নীল-মধুমিতার ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’, পেয়েছে ২.৭ রেটিং। ‘গৃহপ্রবেশ’ ও ‘আনন্দী’ ধারাবাহিকের রেটিংও এই সপ্তাহে বেশ কমে গিয়েছে, পেয়েছে যথাক্রমে ২.৯ ও ২.৭ রেটিং। ‘দিদি নম্বর ওয়ান’ সোমবার থেকে শনিবার পর্যন্ত পেয়েছে ১.৬ এবং ২.৭ নম্বর। সানডে ধামাকা পর্বে এই রিয়েলিটি শোয়ের প্রাপ্ত নম্বর ৪.৯। ওই একই সময় জলসায় ছিল ধারাবাহিকগুলোর সম্মিলিত প্রাপ্ত নম্বর ৬.৬। ‘সারেগামাপা’ পেয়েছে ৫.১। আর একই সময় স্টার জলসার ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৩.৯।