‘সংগীত শিল্পী দেবলীনা’
অভিযোগের আঙ্গুল তুললেন শ্বশুরবাড়ির সদস্যদের দিকে
রীল লাইফ আর রিয়েল লাইফ দুটোর যে বিস্তর ফারাক আছে তা আমরা প্রায়শই ভুলে যাই। সোশ্যাল মিডিয়ায় কাউকে হাসি মুখে ছবি ভিডিও পোস্ট করতে দেখলে, আমাদের ধারণা তার নিজ জীবনটাও বোধহয় এমনি আনন্দের। কিন্তু বেশিরভাগ সময় তেমনতা ঘটে না। যেমনটা হয়েছে সংগীত শিল্পী দেবলীনা নন্দীর সাথে। সোশ্যাল মিডিয়ার পর্দায় বেশ আক্টিভ দেবলীনা। একরাশ হাসি, প্রাণোচ্ছ্বাস আর মিষ্টি কণ্ঠেই অনুরাগীদের কাছে তাঁর পরিচয়। সবসময় হাসিমুখে নিজের জীবনের খুঁটিনাটি তুলে ধরতেন সেখানে। হাসিমুখে ছবিও পোস্ট করতে দেখা যেত তাকে। সেসব
দেখে বোঝার উপায় ছিল না যে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের টানাপোড়েনে কার্যত বিধ্বস্ত তিনি। এরপরই চূড়ান্ত পদক্ষেপ নেন তিনি।
২০২৪ সালে দেবলীনা সাত পাকে বাঁধা পড়েছিলেন প্রবাহ নন্দীর সঙ্গে যিনি কর্মসূত্রে একজন পাইলট। বিয়ের পরবর্তীতে বেশ ভালোই চলছিল দেবলীনার জীবন। আপাতদৃষ্টিতে দেখলে মনে হতো রূপকথার মতো জীবন তার। কিন্তু আচমকাই ঘটলো ছন্দপতন। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজের ভালো না থাকার কথা তুলে ধরেন দেবলীনা। দেবলীনার কথায়, স্বামীর পরিবারের লাগাতার চাপেই ধীরে ধীরে ভেঙে পড়ছিলেন তিনি। একসময় তাঁকে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেখানে সংসার আর নিজের মায়ের মধ্যে যেকোনও একটিকে বেছে নেওয়ার কথা বলা হয়েছিল। শুধু তাই নয়, গায়িকার অভিযোগ, তাঁর গানের কেরিয়ার নিয়েও আপত্তি
তুলেছিলেন শ্বশুরবাড়ির সদস্যরা। এই টানাপোড়েন ও মানসিক চাপই ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়, যা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল। নিজের জীবনের সফলতার পিছনে মায়ের অবদানের কথাও এদিন তিনি বলেন। দেবলীনা প্রশ্ন তোলেন, “মেয়ে আর ছেলের মধ্যে এত পার্থক্য কেন? একটা ছেলে কি সংসার আর পেশার মধ্যে কেন একটা বেছে নিতে বলা হয় না? মেয়েদের ক্ষেত্রেই কেন এটা হয়? মেয়ের বিয়ে হয়ে গিয়েছে বলে মা-বাবার প্রতি দায়িত্ব শেষ? আমার মাকে তিনি বিধ্বস্ত হয়ে পড়েছেন যে জীবনের চরম সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। সকলে কমেন্ট করে বারবার দেবলীনাকে মন শক্ত করতে বলেন। আবেগের বশে যাতে ভুল পদক্ষেপ তিনি না নিয়ে ফেলেন, সেই অনুরোধ সকলে বারবার করতে থাকেন।
লাইভ শেষ হওয়ার ঘন্টাখানিকের মধ্যেই জানা যায় হাসপাতালে ভর্তি দেবলীনা। আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। সায়ক দেবলীনার সাথে ছবি পোস্ট করে জানান, আপাদত বিপদমুক্ত গায়িকা। ইতিমধ্যেই এই ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। ঠিক কোন পরিস্থিতিতে পড়ে এমন চরম সিদ্ধান্ত নিতে হল গায়িকাকে, সেই সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। আপাতত গায়িকা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই কামনাই করছেন সকলে।