প্রজাপতি ২ এর টিজার

দুই প্রজন্মের বাবার সন্তানের জন্য লড়াই.......,মুক্তি পেলো 'প্রজাপতি ২'  এর টিজার

২০২২ সালে অভিজিৎ সেনের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘প্রজাপতি

২০২২ সালে অভিজিৎ সেনের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘প্রজাপতি‘। এক বাবা-ছেলের অন্যরকমের গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছিলেন মিঠুন চক্রবর্তী এবং দেব। দুই তারকা ক্যামেরার সামনে যেভাবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন, তা দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। ‘প্রজাপতি’ মুক্তির পরেই দর্শকদের আবেদন ছিল এমন জুটি আবার যেন আসুক ছবির পর্দায়। দর্শকদের আবেদন মেনেই এই বছরের বড়দিনে মুক্তি পেতে চলেছে ‘প্রজাপতি ২’। প্রথম ছবির থেকে এই ছবির গল্প ঠিক কথাটা আলাদা তা নিয়ে প্রথম থেকেই কৌতুহল ছিল দর্শকদের। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেলো ‘প্রজাপতি  ২‘  এর টিজার।

টিজার এর ঝলক। 

  টিজার দেখে মোটামুটি স্পষ্ট এই ছবিতে আবারও ছেলের বিয়ে দেওয়ার জন্য তৎপর মিঠুন চক্রবর্তী। কিন্তু এবারের বিষয়টা কিছুটা অন্য। ছেলে কিন্তু এখন এক মেয়ের বাবা, তাই ছেলেকে রাজি করানোটা আরও বেশি কঠিন। কিন্তু বিয়ে না করেই মেয়ের বাবা হয়ে গেলেন দেব? স্ত্রী কোথায়? জীবিত না মৃত? প্রশ্ন ধরে রাখলেন পরিচালক।

আরও পড়ুন:

তবে এই ছবির বেশিরভাগ দৃশ্য লন্ডনে দেখানো হয়েছে তাই বোঝাই যাচ্ছে দেব মেয়েকে নিয়ে লন্ডনেই থাকেন। সে ভালোবাসে রান্না করতে। পাশাপাশি দেশ থেকে দূরে থাকলেও সেখানে থাকা বাবা-মায়ের দুঃখ-কষ্ট জানতে পারলে নিমেষে তা দূর করার কোনও সুযোগ ছাড়েন না তিনি। ছেলের সঙ্গে দেখা করার জন্য লন্ডনে পাড়ি দেন মিঠুন। দেখা যায় দুই প্রজন্মের বাবাই চায় ছেলে-মেয়ের জন্য সবকিছু করতে।  একদিকে সন্তান, অন্যদিকে বাবা এবং সব থেকে বড় কথা কাজের সমস্যা সবকিছু নিয়েই জীবনে বড় লড়াইয়ের সামনে এসে দাঁড়ান দেব। টিজারের একটি অংশে শুনতে পাওয়া যায়, দেব মিঠুনকে কোনও এক সত্যির কথা জানান, যা শুনে মিঠুন চমকে যান। ছেলে কোন সত্যির কথা জানায় বাবাকে? ছবিতে মিঠুন চক্রবর্তী এবং দেব ছাড়া অভিনয় করবেন ইধিকা পাল, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং ছোট্ট অনুমেঘা। উল্লেখ্য, এই ছবিতে রয়েছেন টেলিভিশনের পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুন্ডু। এ ছবির মাধ্যমেই বড়পর্দায় পা রাখছেন তিনি। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *