‘নারী চরিত্র বেজায় জটিল’

 
 
 
 
 

মা কালির হাতে চড়  খেয়ে নাস্তানাবুদ অঙ্কুশ। কোনোরকমে সামলে ‘নারী চরিত্র বেজায় জটিল’ এর মুক্তির তারিখ ঘোষণা। 

মহাদেব এর কাছে নারীদের বিরুদ্ধে হাজারটা অভিযোগ নিয়ে হাজির হয়েছেন অভিনেতা

 
 
 
 
 
 

মা কালির হাতে জোরদার চড়  খেলেন অঙ্কুশ। তাঁর কারণও অবশ্য আছে, মহাদেব এর কাছে নারীদের বিরুদ্ধে হাজারটা অভিযোগ নিয়ে হাজির হয়েছেন অভিনেতা। কাঁদোকাঁদো গলায় বলছেন, ‘তুমি এভাবে পায়ের তলায় থাকলে আর কোনও পুরুষের কষ্ট বুঝলে না। সমস্ত নারীদের উসকে দিয়ে এভাবে পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করছ।’ না না, রিয়েল লাইফে নয় রিল লাইফেই ঘটছে এমনটা। আসলে অঙ্কুশে হাজরার  আগামী ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর কথা হচ্ছে। শুক্রবার প্রকাশ্যে এল এই ছবির প্রি-টিজার। আর সেই ভিডিওর বেশ কিছু ঝলক দেখে হাসি থামিয়ে রাখা কঠিন। 

 
 

আরও পড়ুন:

উল্লেখ্য, সুমিত-সাহিলের পরিচালনায়‘নারী চরিত্র বেজায় জটিল’-এর গল্প আবর্তিত হবে ঝন্টুকে ঘিরে। যে চরিত্রে রয়েছেন অঙ্কুশ। এমনিতে সে চালাক-চতুর। কিন্তু কোনও ভাবেই বুঝে উঠতে পারে না তার আশপাশের নারীদের মন। সেই অসাধ্য সাধনের গল্পই মজার মোড়কে পর্দায় নিয়ে আসবে ছবিটি। ‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমার প্রযোজনায় অঙ্কুশের প্রযোজনা সংস্থা। পরিচালনার দায়িত্ব কাঁধে পড়েছে ‘মির্জা’ পরিচালক সুমিত সাহিলের উপর।

চলতি বছর মার্চ মাসে  নতুন ছবির পোস্টার সামনে এনে দর্শকদের বড়ো চমক দিয়েছিলেন অঙ্কুশ।  সেখানেই দেখা গিয়েছিল, রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবিতে মজার ট্যুইস্ট রেখেছেন অভিনেতা-প্রযোজক। ছবির নামেই গল্পের ইঙ্গিত। গল্পে নারীচরিত্রকে ‘ভয়ংকরী’ হিসেবে দেখানো হয়েছে, তবে সবটাই মজাচ্ছলে। এরপরই দীপাবলিতে  প্রকাশ করেছিলেন  ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর ঝাঁ চকচকে নতুন লুক। আর সেই পোস্টার প্রকাশের পর থেকেই শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ঝড়। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই ছবি মুক্তির জন্য।  যা দেখে অনেকেই বুঝতে পেরেছিলেন, এ ছবিতে অভিনেতার চরিত্র বেশ অন্যরকম। এবং ছবিতে রয়েছে কালী ও শিবের মূর্তির ছবিও। চলতি বছর মার্চ

 

মাসে প্রথম পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে পেটে খিল ধরিয়েছিলেন অঙ্কুশ। দেবী কালী হাতে থাপ্পড়  খাওয়ার আগে পই পই করে অঙ্কুশকে সতর্ক করেছিলেন বাবা মহাদেব। তবে সে বারণ শোনেননি তিনি! এবার সেই ছবিমুক্তির তারিখ ঘোষণা করলেন অঙ্কুশ।  সাথে ফেসবুকে ছবির একটি ছোট্ট মজাদার ভিডিয়ো পোস্ট করেছেন অঙ্কুশ। 
ভিডিওতে দেখা যাচ্ছে শিবের উদ্দেশ্যে মজাদার সব নালিশ জানাচ্ছেন অভিনেতা, নারীদের নিয়েই। করছেন কটাক্ষ-ও। আরও ভাল করে বললে স্ত্রীদের স্বভাব নিয়ে। এরপরেই কালী মূর্তির হাতে চড় খেলেন অঙ্কুশ! তারপরেই শুরু মজা। হুলস্থূল! সে গল্প ফাঁস হবে ছাব্বিশের জানুয়ারি মাসে। ছবিতে ঐন্দ্রিলার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায়কে।


ভিডিওর সঙ্গে ক্যাপশনে এই অভিনেতা-প্রযোজক লিখলেন, “প্রযোজক হিসেবে দ্বিতীয় ছবি । আপনাদের ভালোবাসার আশায় থাকলাম। নারী চরিত্র বেজায় জটিল আসছে ৯ জানুয়ারি ২০২৬ প্রেক্ষাগ্রিহে। নতুন বছর আনন্দ করে সপরিবারে দেখার মতো একটি বাংলা ছবি দিয়ে শুরু হোক ? কি বল?” 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *