‘ফুলকি’
৯০০ পর্বে এসে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’র পথচলা শেষ হবে খুব শিগগিরি
ধারাবাহিকের শেষ দিনের শুটিং শেষে আবেগঘন পোস্ট ফুলকির। ৯০০ পর্বে এসে শেষ হল ‘ফুলকি’র পথ চলা। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’র পথচলা শেষ হবে খুব শিগগিরি। ধারাবাহিকের টিম কয়েকদিন আগেই সেই বিষয় সিলমোহর দিয়েছিল। হয়ে গেল ‘ফুলকি’র শেষ দিনের শুটিং। শেষ দিনে কেক কেটে হল উদযাপন। তবে আগামী আরও একটা সপ্তাহ এই ধারাবাহিক দেখা যাবে পর্দায়। আগামী ৭ ডিসেম্বর শেষবারের মতো সম্প্রচার হবে।
ক্যামেরার সামনে শেষ দিনের শুটিং টা সেরে রীতিমতো আবেগে ভেসেছেন ধারাবাহিকের চরিত্ররা। একরাশ মনখারাপ, চোখের জল, ভালোবাসা সবটা যেন মিলেমিশে গেল এদিন। একটা সময় টিআরপি তালিকাতেও টপার হয়েছে ‘ফুলকি’। সেই জায়গা বরাবর না পেলেও অধিকাংশ সময় থেকেছে প্রথম পাঁচের মধ্যে।আড়াই বছরে থামলো ‘ফুলকি’র সফর ।
একে অপরকে চোখের জলে বিদায় জানালেন টিমের সকলে। ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেত্রী দিব্যাণীর এটিই প্রথম ধারাবাহিক। তাই একটু বেশিই মন খারাপ তাঁর। অভিষেক বসুর সঙ্গে দিব্যাণীর জুটিও বেশ পছন্দ হয়েছিল দর্শকের। শেষ দিনের শুটিংয়ের পর আবেগঘন একটি পোস্ট ভাগ করে নিলেন দিব্যাণী। জানালেন তাঁর অভিজ্ঞতার কথা।
“নতুন কিছু নিয়ে ফিরব” ‘ফুলকি’র সফর শেষে কি জানালেন দিব্যাণী?
এদিন ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে এই আড়াই বছর কেমন কাটলো সেটাই জানালেন দিব্যাণী। লেখেন, ‘ফুলকি। গতকাল শেষ দিন ছিল ফুলকির শুটিংয়ের। আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে আছে। এই ৯০০ পর্বের সফর স্বপ্নের মতো ছিল। আমার যখন মাত্র ১৮ বছর বয়স ছিল, সেই সময় আমায় ফুলকি
হিসেবে লঞ্চ করা হয়। কত স্বপ্ন ছিল। এখন আমি ২১। অনেক স্মৃতি নিয়ে বেরোলাম। অনেক কিছু শিখলাম, অনেক ভালবাসা পেলাম, যা আজীবন আমার সঙ্গে থাকবে। আমি খুব ভাগ্যবতী যে সেরাদের থেকে সমস্ত কিছু শেখার সুযোগ পেয়েছি।’
তিনি এদিন তাঁর পরিবার, টিমকে ধন্যবাদ জানান। একই সঙ্গে উল্লেখ করেন তাঁর দর্শকদের কথা। লেখেন, ‘দর্শকদের জন্যই আমি আজ যা যতটা, ততটা হতে পেরেছি। আপনারা আমায় গ্রহণ করেছেন, ভালবাসা দিয়েছেন বলেই।’ ফুলকি ওরফে দিব্যাণী তাঁর পোস্টের শেষে লেখেন, ‘কিন্তু প্রতিটি সফরের শেষ থাকে। আমরাও এই সুন্দর সফরের ইতি টানলাম। ধন্যবাদ জি বাংলা আমায় ফুলকি দেওয়ার জন্য। ধন্যবাদ ঈশ্বর, আশীর্বাদের জন্য। আমি দর্শককে কথা দিচ্ছি, আমি নতুন কিছু নিয়ে ফিরব। আরও বড় কিছু নিয়ে।’ তবে কি ‘ফুলকি’ শেষ হতে না হতেই নতুন কিছুর আভাস দিলেন? সেটা স্পষ্ট নয়। তবে আগামীতে তাঁকে বড়পর্দায় দেখা যাবে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে থাকবেন তিনি। প্রসঙ্গত, আগামী ৮ ডিসেম্বর থেকে আসছে ‘বেশ করেছি প্রেম করেছি’। এই ধারাবাহিকটি দেখা যাবে সন্ধ্যা ৭ টার স্লটে। আর এই স্লটে থাকা ‘জগদ্ধাত্রী’কে পাঠানো হয়েছে সন্ধ্যা সাড়ে ৭ অর্থাৎ ‘ফুলকি’র স্লটে। সেই কারণেই তাড়াহুড়ো করে শেষ করা হল এই মেগা। ‘ উল্লেখ্য, অন্যদিকে শেষ হয়েছে অতি সম্প্রতি আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র শুটিং। তা নিয়েও বেশ মন খারাপ দর্শকের। প্রায় চার বছরের পথচলা থেমেছে টেলিভিশনের পর্দায়।