আরিয়ান-তৃনা

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

শহরের রাতের পার্টিতে একসঙ্গে আরিয়ান-তৃনা। শাহরুখ পুত্রের প্রসংসায় মজলেন তৃনা। কানে কানে কী কথা হলো তাঁদের ?

বেশকিছুদিন ধরেই টেলিপাড়ায় জোর জল্পনা বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন নীল-তৃনা

 
 
 
 
 
 
 
 
 
 
 
image
বিবাহ বিচ্ছেদের গুঞ্জন এর মাঝেই ফের খবরের শিরোনামে তৃনা সাহা। বেশকিছুদিন ধরেই টেলিপাড়ায় জোর জল্পনা বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন নীল-তৃনা।  তবে এ বিষয়ে মুখ খোলেননি তাঁরা। এরই মধ্যে  মধ্যরাতের পার্টিতে শাহরুখ পুত্র আরিয়ান খান এর সাথে অভিনেত্রীর  কথোপকথনের ভিডিও এখন ভাইরাল। অনুষ্ঠানে গানের আওয়াজে কথা শোনা যাচ্ছিল না। তাই তৃণার কানে কানে কিছু বলতে দেখা যায় আরিয়ানকে।  তা দেখেই দর্শকদের কৌতূহল বঙ্গসুন্দরীর সাথে কী কথা বলছিলেন আরিয়ান?  

সম্প্রতি মধ্যমা প্রদর্শন বিতর্কের পর আরিয়ানের বিরুদ্ধে মহিলাদের অপমান করার অভিযোগ উঠেছে। বেশ বিপাকে শাহরুখপুত্র আরিয়ান খান। আইনি জটিলতাতেও জড়িয়েছেন তিনি। এসবের মধ্যেই  রবিবাসরীয় রাতে কলকাতায় আসেন আরিয়ান খান। তারকাখচিত এক পার্টিতে যোগ দেন তিনি। সেখানে ছিলেন তৃণাও। রাত তিনটে পর্যন্ত পার্টি করেন তাঁরা। যার ঝলক নিজেই শেয়ার করেছেন

আরও পড়ুন:

অভিনেত্রী। এক সংবাদমাধ্যমে রবিবাসরীয় পার্টির অভিজ্ঞতাও শেয়ার করেন। বলেন, “আরিয়ান এই শহরে প্রায়ই আসেন। এবার এক ছোটবেলার বন্ধুর সঙ্গে এসেছিলেন। শাহরুখের তুলনায় আরিয়ানের ব্যস্ততা কম। তাই কেকেআর নিয়ে যাবতীয় দেখভাল করেন। পার্টিতে উপস্থিত সকলের দিকে ওঁর নজর ছিল। কে কী খেতে চান, নিজেই তা-ও দেখভাল করছিলেন।”


তৃনা আরও বলেন,  “আমরা আড্ডা দিয়েছি রীতিমতো। আসলে কেকেআর-এর কনটেন্ট তৈরি করি আমি। সেই সূত্রে আমার সঙ্গে ওর আলাপ হয়। ও নিজে থেকে এসে কথা বলে। শাহরুখ খানের ছেলে বলে এতটুকুও দেমাক নেই। নিজেও এত ভাল একজন পরিচালক, তবুও ওর কথাবার্তায় সেই

 

অ্যাটাটিউডটা নেই। খুব সরল, খুব মিষ্টি ছেলে।” তৃণার কথায়, “ওর সিরিজ নিয়ে কথা বললাম, কাজ নিয়ে অনেক কথা হল। এরপর আরও অবাক হয়ে গেলাম যখন আফটার পার্টিতে ও একদম সবার মাঝে মিশে গেল। সঙ্গে কোনও বডিগার্ড নেই, একদম নিজের মতো ফুরফুরে মেজাজে মিশে গিয়েছিল। আমার একটু তাড়া ছিল, ভাইরা এসেছিল আমার সঙ্গে। পরদিন শুটিং ছিল। আমি বেরনোর সময় যখন ওকে জানালাম, হাসছে আর বলছে, আমরা নাকি খুব বোরিং, ঠিক করে মজাই করতে পারি না।” 
রাত জেগে পার্টি করলেও নিজের কাজের প্রতি একশো শতাংশ দায়বদ্ধ অভিনেত্রী। ঘুম না হলেও সোমবার সকালে ‘পরশুরাম আজকের নায়ক’ সিরিয়ালের শুটিং সেটে পৌঁছন তৃণা। এবারের টিআরপি তালিকায় সেরার শিরোপা পেয়েছিল এই সিরিয়াল। তাই শুটিংয়ে যেন কোনও সমস্যা তৈরি না হয়, সেদিকে নজর রেখেছেন অভিনেত্রী।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *