আরিয়ান-তৃনা
বেশকিছুদিন ধরেই টেলিপাড়ায় জোর জল্পনা বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন নীল-তৃনা
অভিনেত্রী। এক সংবাদমাধ্যমে রবিবাসরীয় পার্টির অভিজ্ঞতাও শেয়ার করেন। বলেন, “আরিয়ান এই শহরে প্রায়ই আসেন। এবার এক ছোটবেলার বন্ধুর সঙ্গে এসেছিলেন। শাহরুখের তুলনায় আরিয়ানের ব্যস্ততা কম। তাই কেকেআর নিয়ে যাবতীয় দেখভাল করেন। পার্টিতে উপস্থিত সকলের দিকে ওঁর নজর ছিল। কে কী খেতে চান, নিজেই তা-ও দেখভাল করছিলেন।”
তৃনা আরও বলেন, “আমরা আড্ডা দিয়েছি রীতিমতো। আসলে কেকেআর-এর কনটেন্ট তৈরি করি আমি। সেই সূত্রে আমার সঙ্গে ওর আলাপ হয়। ও নিজে থেকে এসে কথা বলে। শাহরুখ খানের ছেলে বলে এতটুকুও দেমাক নেই। নিজেও এত ভাল একজন পরিচালক, তবুও ওর কথাবার্তায় সেই
অ্যাটাটিউডটা নেই। খুব সরল, খুব মিষ্টি ছেলে।” তৃণার কথায়, “ওর সিরিজ নিয়ে কথা বললাম, কাজ নিয়ে অনেক কথা হল। এরপর আরও অবাক হয়ে গেলাম যখন আফটার পার্টিতে ও একদম সবার মাঝে মিশে গেল। সঙ্গে কোনও বডিগার্ড নেই, একদম নিজের মতো ফুরফুরে মেজাজে মিশে গিয়েছিল। আমার একটু তাড়া ছিল, ভাইরা এসেছিল আমার সঙ্গে। পরদিন শুটিং ছিল। আমি বেরনোর সময় যখন ওকে জানালাম, হাসছে আর বলছে, আমরা নাকি খুব বোরিং, ঠিক করে মজাই করতে পারি না।”
রাত জেগে পার্টি করলেও নিজের কাজের প্রতি একশো শতাংশ দায়বদ্ধ অভিনেত্রী। ঘুম না হলেও সোমবার সকালে ‘পরশুরাম আজকের নায়ক’ সিরিয়ালের শুটিং সেটে পৌঁছন তৃণা। এবারের টিআরপি তালিকায় সেরার শিরোপা পেয়েছিল এই সিরিয়াল। তাই শুটিংয়ে যেন কোনও সমস্যা তৈরি না হয়, সেদিকে নজর রেখেছেন অভিনেত্রী।