কাঞ্চন-শ্রীময়ী

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

একরত্তি মেয়েকে নিয়ে প্রথম বিদেশ সফরে কাঞ্চন-শ্রীময়ী। মা ও বাবার সাথে কোথায় চললো ছোট্ট কৃষভি?

ভিডিওতে দেখা যাচ্ছে  ঘরে ছড়ানো ছিটানো প্রচুর জিনিস আর তা প্যাক করতে ব্যস্ত কাঞ্চন আর শ্রীময়ী দুজনেই

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

তারকা বাবা মায়ের একরত্তি কন্যাকে নিয়েও কৌতূহলের শেষ নেই সোশ্যাল মিডিয়ায়।  বাবা মা ও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় জুটি। কথা হচ্ছে কাঞ্চন ও শ্রীময়ীর। বিয়ের পর থেকেই নানা বিতর্কের মুখে পরে এই দম্পতি।  আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী সন্তানের জন্ম দেন। তাঁদের কোল আলো করে মেয়ে কৃষভি আসে। কিন্তু তা নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি তাদের।  তবে এই সব বিষয়কে কখনওই সেভাবে পাত্তা দেননি তাঁরা।  আজকাল তাঁদের একরত্তি অর্থাৎ তাঁদের মেয়ে কৃষভিকে নিয়ে মাঝেমধ্যেই বিভিন্ন ছোট ছোট ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। অনুরাগীরাও একরত্তির ভিডিও দেখতে পছন্দ করে।পাশাপাশি  এক বছরের কন্যাকে নিয়ে নানা জায়গায় ঘুরতে যান শ্রীময়ী-কাঞ্চন। খুদেকে নিয়ে প্যান্ডেল হপিংও সেরেছেন তাঁরা। তাছাড়াও দীঘার জগন্নাথ মন্দিরেও সে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল। আর এবার সেই চলল বিদেশে।

 
 

আরও পড়ুন:

কাঞ্চন কন্যার প্রথম ইন্টারন্যাশানাল ট্রিপ। কোথায় যাচ্ছে তারা স্ব-পরিবারে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশকয়েকটি ভিডিও পোস্ট করে  শ্রীময়ী। ভিডিওতে দেখা যাচ্ছে  ঘরে ছড়ানো ছিটানো প্রচুর জিনিস আর তা প্যাক করতে ব্যস্ত কাঞ্চন আর শ্রীময়ী দুজনেই। সেই কাজ সারতে সারতে চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও শ্রীময়ী জানান তারা বিদেশ সফরে যাচ্ছে। মেয়ে  কৃষভিকে নিয়ে নানা জায়গা ঘুরলেও, ইটা মেয়েকে নিয়ে প্রথম বিদেশ সফর। মেয়ের প্রথম বিদেশ যাবে বলে কথা তাই মা বাবা তৎপর মেয়ের  ব্যাগ  গোছাতে। শ্রীময়ী এও দেখালেন ঠিক কীভাবে প্যাকিং সারছেন তাঁরা। শ্রীময়ী আরো বলেন,  ‘আগে ইন্টারন্যাশানাল ট্রিপ হলে আমার ২৫ কেজি জিনিস-পত্র যেত। তারপর আবার কাঞ্চনের ২৫ কেজিতে আমি ১৫ কেজি ভাগ বসাতাম।’ কিন্তু সবটাই এখন উল্টো পুরান

 
 
 
 

এখন কাঞ্চন শ্রীময়ী দুজনে মিলে একটা লাগেজ নেনে অর্থাৎ পঁচিশ কেজি।  আর বাকি সবটাই যায় কৃষভির জন্য। ভিডিওতে দেখা যায় ঘরভর্তি কৃষভির জামাকাপড়, বোতল, তোয়ালে, খেলনা ইত্যাদি। আর দিদার কোলে চড়ে মা-বাবার ব্যা গোছানো উপভোগ করছে ছোট্ট কৃষভি।


তারপরই তাদের দেখা যায় বিমান বন্দরে অবশ্য তার আগে তাঁরা তৈরি হওয়ার সময় কৃষভির বোর্ডিং পাশ থেকে পাসপোর্ট দেখান শ্রীময়ী। এরপর বিমান বন্দরে হলুদ রঙের স্লিভলেস গাউনে দেখা মেলে নায়িকার সেখানেই তিনি জানান যে তাঁদের ফ্লাইট রাত ১১টা ৪০ মিনিটে। তারপরই নায়িকা জানান তাঁরা সিঙ্গাপুর যাচ্ছেন। শ্রীময়ীর কথায়, ‘মাকে ও কৃষভিকে নিয়ে এটাই প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। সিঙ্গাপুর যাচ্ছি আমরা। এর আগে আমি আর কাঞ্চন যেতাম।  তখন দেখতাম সবাই পুচকুগুলোকে নিয়ে যাচ্ছে।  এবার আমরা কৃষভিকে নিয়ে যাচ্ছি। 
প্রসঙ্গত, সদ্যই কাঞ্চন-শ্রীময়ীর ঘরে নতুন সদস্য এসেছে। তাঁরা একটি কুকুর দত্তক নিয়েছেন। মঙ্গলবার বাড়ির নতুন সদস্যকে নিয়ে ভিডিয়ো পোস্ট করেন কাঞ্চন-শ্রীময়ী। সেখানে দেখা যায় সেই পোষ্যের সঙ্গে মজায়, খেলায় মেতে উঠেছে মা-বাবার আদরের কৃষভি।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *