‘নারী চরিত্র বেজায় জটিল’

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ঘোরবিপাকে অঙ্কুশ ! নারীর জটিল চরিত্র বুঝতে গিয়ে খেতে হলো বেধড়ক মার। এই  বিপদ থেকে কে রক্ষা করবে অঙ্কুশকে ?

এই ছবির টিজারে দেখা যাচ্ছে মা গঙ্গার কাছে অঙ্কুশ প্রার্থনা করছে যাতে পৃথিবীর সমস্ত জটিল নারীকে সরল বানিয়ে দেন  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Nari Choritro Bejay Jotil

বেচারা অঙ্কুশ হাজরা নারী চরিত্র বুঝতে গিয়েই পড়েছে বেকায়দায়। কখনো মা কালির কাছে চর খাচ্ছে, তো কখনো আবার ইন্দ্রিলার কাছে বাঁশের বারি।  মার খেয়ে বেহাল দশা অভিনেতার। না না চমকে ওঠার মতো কিছু হয়নি। আসলে সবটাই ঘটেছে সিনেমার পর্দায়। গত বৃহস্পতিবার, সকালে  প্রকাশ্যে এল অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন অভিনীত আগামী ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ –এর টিজার। টিজার দেখে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে অনুরাগীরা। 

উত্তম কুমার সেই কোন যুগে বলে গিয়েছেন, নারী চরিত্র বেজায় জটিল, যে কথাটি মাঝে মাঝে বলতে শোনা যায় অনেকের মুখে। যদিও কথাটি নেহাত মজা করেই বলা হয়। এবার এই একটি বাক্যের শব্দটিকে ঘিরেই গোটা ছবি তৈরি করে ফেললেন অঙ্কুশ। সুমিত সাহিল পরিচালিত অঙ্কুশ অভিনীত ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ মুক্তি পেতে চলেছে আগামী বছর ৯ জানুয়ারি। আদ্যপ্রান্ত কমেডিতে মোড়া এই ছবির প্রথম ঝলকে পেটে খিল ধরালেন অভিনেতা-প্রযোজক।

 
 
 

আরও পড়ুন:

অপারগ ঝন্টুর চরিত্রে ধরা দিলেন অঙ্কুশ। ছবির টিজারেই অভিনেতা প্রশ্ন তুললেন ‘নারীদের মন বোঝার জন্যে পুরুষদের কী দরকার- সঠিক মন? উপস্থিত বুদ্ধি? নাকি ঈশ্বরের দেওয়া কোনও শক্তি? সেই রহস্য ফাঁস হবে নতুন বছরে।


এই ছবির টিজারে দেখা যাচ্ছে মা গঙ্গার কাছে অঙ্কুশ প্রার্থনা করছে যাতে পৃথিবীর সমস্ত জটিল নারীকে সরল বানিয়ে দেন তিনি, তাহলে তার মতো সরল পুরুষরা একটু শান্তি পাবেন, আর কী। কেবল গঙ্গা নয়, দেবী কালীর কাছেও এই একই প্রার্থনা রাখেন। এই ‘আবদার’ জানানোর সময় পাশে থাকেন তাঁর বন্ধু দেবরাজ ভট্টাচার্য। যদিও দেবরাজ অঙ্কুশকে সাবধান করে বলেন তিনি যার কাছে এই প্রার্থনা জানাচ্ছেন তিনিও মহিলাই। এই কথা বলতে না বলতেই, ছবি থেকে বেরিয়ে এসে নায়ককে কষিয়ে চড় মারেন দেবী কালী। না, তাঁর হেনস্থা হওয়া সেখানেই থামেনি।  
ছবির ঝলক দেখে যতটা বোঝা গেলো এই ছবিতে একজন ম্যারেজ প্ল্যানারের ভূমিকায় অভিনয়

 

করবেন অভিনেতা। আর সেই কারণে তাকে বিভিন্ন মহিলার বলা ভালো কনেদের ঝক্কি সামলাতে হচ্ছে।  কেবল বাইরে নয় তার ঘরেও এক দশা  এমন অবস্থায় হঠাৎ করে কারেন্ট শক খান তিনি। সেই সময়ই তাঁকে বাঁচাতে বাঁশ হাতে হাজির হন ঐন্দ্রিলা। দুজনে মুখোমুখি বাড়িতে থাকে, কিন্তু ভাব? সেটা যে বিশেষ নেই ঝলক দেখে আন্দাজ করা যায়। এমন অবস্থায় নারী চরিত্রের জটিলতা সমাধান কোন উপায়ে করবেন অঙ্কুশ সেটাই দেখার! ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে এই ছবিটি আগামী বছরের নাকি সবথেকে ‘সরল’ ছবি হতে চলেছে। ভুরপুর কমেডি তো থাকবেই, সঙ্গে থাকবে রোম্যান্সের ছোঁয়া।


উল্লেখ্য, সুমিত-সাহিলের পরিচালনায় ‘নারী চরিত্র বেজায় জটিল’ এর গল্প অবতির্ত হবে ঝন্টুকে ঘিরে। যে চরিত্রে রয়েছেন অঙ্কুশ। এই সিনেমার প্রযোজনায় অঙ্কুশের প্রযোজনা সংস্থা। অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত রম-কম ঘরানার এই ছবি মুক্তি পাবে নতুন বছরের শুরুতেই। দীপাবলিতে ছবির পোস্টার প্রকাশ্যে আনেন অঙ্কুশ। সেখানেই দেখা গিয়েছিল, রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবিতে মজার ট্যুইস্ট রেখেছেন অভিনেতা-প্রযোজক। ছবির নামেই গল্পের ইঙ্গিত। গল্পে নারীচরিত্রকে ‘ভয়ংকরী’ হিসেবে দেখানো হয়েছে, তবে সবটাই মজাচ্ছলে। ছবিতে অঙ্কুশ-ঐন্দ্রিলার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায়কে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *