‘অভ্রজিৎ ও তন্বী’
আর্যর বন্ধুর চরিত্রে কিংকরের অনবদ্য অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে
চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আর্য-অপর্ণার জুটি যেমন দর্শকের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। তেমনি কিংকর ও মীরার চরিত্রটাও দাগ কেটে গেছে দর্শকের মনে। তবে ধারাবাহিকে জুটিতে অভিনয় করছে না কিংকর আর মীরা। অর্থাৎ অভিজিৎ চক্রবর্তী ও তন্বী লাহা রায়। কিন্তু তাদের কেমিস্ট্রি দেখে দর্শক চাইছেন, ধারাবাহিকের গল্পে যেন কিংকর ও মীরার প্রেম দেখানো হয়। তবে সেসব নিয়ে মন্তব্য করতে দেখা যায়নি তাদের। অভিনয় সূত্রেই তাঁদের আলাপ। কিন্তু এমন কি হলো যে সহ অভিনেত্রীকে নিয়ে কলম ধরলেন কিংকর ওরফে অভ্রজিৎ।
ফেসবুকে তন্বীর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘অভিনয় সূত্রে আলাপ এবং আশ্চর্য হলাম মনোনিবেশ দেখে, সর্বদা হাসিমুখের এই মেয়েটি কি অবলীলায় অত কিছু সামলায়, তারপর এরকম
একটা চরিত্র যেখানে দর্শক মীরাকে ( চরিত্রকে) দোষারোপ করতে বাধ্য। এ হেন অবস্থায় কখনও কখনও সেই বিদ্রুপ বা তাচ্ছিল্য চরিত্র ছাড়িয়ে কখনও কখনও শিল্পীর ব্যক্তিগত জীবনেও প্রবেশ করে, আবার এটাও অভিনয়ের গুণেই পাওয়া তবু এরকমটা হয়, মানুষ তো, আমার দীর্ঘ অভিনয় জীবনে এহেন শিল্পী আমি খুবই কম দেখেছি, dedicated strong and well crafted and sorted (নিবেদিতপ্রাণ, শক্তিশালী এবং কাজের প্রতি খুব যত্নবান)।’
আর কিংকরের এই পোস্ট শেয়ার করে চিরদিনই তুমি যে আমার-এর তন্বী লিখলেন, ‘জানি না আমি ঠিক কতটা কী করতে পেরেছি। কিন্তু একজন বড় মাপের শিল্পীর কাছ থেকে প্রশংসা পাওয়া—এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না! Avrajit Chakraborty❤️।’
এরপর নিজের দর্শক ও ভক্তদের উদ্দেশে তন্বী আরও লিখলেন, ‘আর সেই পোস্টে আপনাদের
(নেটিজেনদের) ভালোবাসায় ভরা মন্তব্যগুলো দেখে মনটা আরও ভরে গেল। এছাড়া আমার সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী, আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। এত ভালোবাসা, এত সমর্থন না পেলে আজ আমি যতটুকু এগোতে পেরেছি, সেটাও পারতাম না। আপনাদের এই পাশে থাকা—এটাই আমার সবচেয়ে বড় শক্তি।’
এর আগেও বহু ধারাবাহিকে নানা ভূমিকায় অভিনয় দর্শকের মন ছুঁয়েছেন তন্বী। একই ভাবে ‘মীরা’ চরিত্রের জন্যও সকলের ভালোবাসা পাচ্ছেন তিনি। আর আর্যর বন্ধুর চরিত্রে কিংকরের অনবদ্য অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। কিছুদিন আগেই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন দিতিপ্রিয়া। এরপরেই অপর্ণার চরিত্রে এন্ট্রি নেন শিরিন পাল। নায়িকা ফিরতেই নিজ ছন্দে ফেরে ধারাবাহিক। বর্তমানে গল্পে আর্য-অপর্ণার রোমান্টিক সীনে বুদ সিরিয়ালপ্রেমীরা। চলছে আর্য আর অপর্ণার বিয়ের ট্র্যাক। মাঝে ঘুরেফিরে আসছে আর্যর অতীত, রাজনন্দিনী। এখন দেখার কোন বড় টুইস্ট সামনে অপেক্ষা করে আসছে। আর টিআরপি তালিকায় তা কোন খেল দেখায়।