‘থ্রি ইডিয়টস’-এর পার্ট ২’
দীর্ঘ ১৫ বছর পর ফিরতে চলেছে বলিউডের অন্যতম সফল ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল
নস্টালজিয়া ফেরাতে আবারো পর্দায় আসছে ‘থ্রি ইডিয়টস’। ব়্যাঞ্চো-রাজু আর ফারহানের ‘দোস্তি’ ভোলেনি সিনেদর্শকরা। এবার ফের তাদের বন্ধুত্বের সমীকরণ ফিরে দেখার পালা। দীর্ঘ ১৫ বছর পর ফিরতে চলেছে বলিউডের অন্যতম সফল ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল। রাজকুমার হিরানি পরিচালিত এই বহু প্রতীক্ষিত ছবির চিত্রনাট্য ইতিমধ্যে চূড়ান্তভাবে প্রস্তুত করা হয়েছে।
২০০৯ সালে মুক্তি পেয়েছিলো ‘থ্রি ইডিয়টস’। সেই বছরে এই ছবিটি বক্স অফিসের রেকর্ড ভেঙে দিয়েছিল । শিক্ষাব্যবস্থার চাপ, স্বপ্ন, আর বন্ধুত্বের গল্পকে এক অন্য উচ্চতায় নিয়ে যায় ওই সিনেমা। বি টাউন সূত্রের খবর, কাস্টিংয়ের কোনও হেরফের হচ্ছে না। পয়লা সিনেমার মতোই সিক্যুয়েলেও জুটি
বাঁধছেন আমির খান আর করিনা কাপুর। অন্যদিকে ব়্যাঞ্চোর দুই বন্ধু রাজু রস্তোগি আর ফারহানের ভূমিকায় থাকছেন শরমন যোশি এবং আর মাধবন। চিত্রনাট্যের কাজ একেবারে চূড়ান্ত পর্যায়ে। প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, “ছাব্বিশ সালের মাঝামাঝি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের শুটিং শুরু হবে। রিইউনিয়নের কথা ভেবে প্রত্যেকেই ভীষণ উচ্ছ্বসিত। টিমের সকলেই মনে করছেন পুরনো ম্যাজিক ফিরতে চলেছে। আর এই শুটিং যে আগেরবারের মতোই মজার হবে, এই বিষয়েও নিশ্চিত।”
শোনা যাচ্ছে, মূল ছবির শেষ দৃশ্যের প্রায় ১৫ বছর পরের ঘটনা দিয়ে গল্প শুরু হবে। প্রথম ছবিতে সব চরিত্রই যে যার পথে এগিয়ে গিয়েছিল, এই সিক্যুয়েলে একটি নতুন অ্যাডভেঞ্চারের জন্য তারা আবার একত্রিত হবে। দর্শক আবার ব়্যাঞ্চো, ফারহান, রাজু এবং পিয়াকে নস্টালজিয়ার মোড়কে দেখতে পাবে, তবে এবার তাদের পরিণত জীবন এবং বড় হয়ে ওঠার অভিজ্ঞতা নতুন করে কৌতুক ও রসিকতার
মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। প্রসঙ্গত, রাজকুমার হিরানি দীর্ঘদিন ধরেই ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরির পরিকল্পনা নিয়ে ভাবছিলেন। কিন্তু তিনি চাইছিলেন এমন একটি নিখুঁত গল্প যা মূল ছবির বিরাট সাফল্যের ঐতিহ্যকে ধরে রাখতে পারে। সেই সুযোগ আসে কিছুদিন আগে। সম্প্রতি ‘পিকে’র পরিচালকের দাদাসাহেব ফালকে-র বায়োপিকের চিত্রনাট্য স্থগিত হয়েছে। আর এই সময়টুকুই তিনি ‘থ্রি ইডিয়টস ২’-এর চিত্রনাট্য সম্পূর্ণ করতে কাজে লাগিয়েছেন। অনেক আগেই নাকি সিক্যুয়েলের প্ল্যান ছকে ফেলেছিলেন তিনি, তবে অপেক্ষায় ছিল সঠিক সময়ের। এবার জানা গেল, ২০২৬ সালেই সদলবলে মাঠে নামতে চলেছেন আমির-করিনা, শরমন-মাধবনরা।

The Green Chillies Entertainment YouTube channel is the go-to hub for film lovers and passionate Bengali Tollywood fans. Stay updated on the latest trends, enjoy celebrity interviews, and get insider access to industry news and behind-the-scenes content. For your daily fix of Tollywood excitement, subscribe to our channel and keep the entertainment flowing!