নচিকেতা চক্রবর্তী
ডাক্তাররা সমস্ত পরীক্ষা করে জানান হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে গায়কের
গত শনিবারে আচমকাই অসুস্থ হয়ে পড়েন নচিকেতা। জানা গিয়েছিলো বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই তড়িঘড়ি বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ডাক্তাররা সমস্ত পরীক্ষা করে জানান হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে গায়কের। খবর গত শনিবারই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তাররা এবং দুটি স্টেন্ট বসানো হয় গায়কের বুকে । তবে এখন সুস্থ্য তিনি। আপাতত দিনকয়েক পুরোপুরি বিশ্রামে থাকার পাশাপাশি তাকে ভালো করে খাওয়াদাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । আজ বাড়িও ফিরেছেন তিনি। হাসপাতাল থেকে ছুটি পেয়ে নিজের সুস্থতার খবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন নচিকেতা।
জানা গিয়েছে, হাসপাতাল থেকে বেরোনোর আগে চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন নচিকেতা। শুধু তাই নয়, হাসিমুখে সকলের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা যায় তাকে।
প্রিয় নচিকেতা কেমন আছেন, তাঁর চিকিৎসাব্যবস্থা কী হচ্ছে—
জানতে হাসপাতালে গায়ককে দেখতে এসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গায়কের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তার সুস্থতার খবরাখবরও নিয়েছিলেন তিনি। এমনকি নচিকেতার স্বাস্থ্য নিয়ে কথা বলেছিলেন চিকিৎসকের সঙ্গেও। বরাবরই মুখ্যমন্ত্রীর আয়োজিত অনুষ্ঠানে দেখা যায় নাচিকেতাকে। কিছুদিন আগেই একই মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় তাকে। তখন গায়ককে প্রায় করা গলায় ভালো খাওয়াদাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। কেন এতো রোগ হয়ে যাচ্ছেন সেই প্রশ্নও তোলেন তিনি। গায়ক স্নেহের বসে বেশ বকাঝকাও করতে দেখা গিয়েছিলো মুখ্যমন্ত্রীকে।
গায়কের অসুস্থতার খবরে বেশ উদবিগ্ন হয়েছিল অনুরাগীরা। এবার স্বস্তি। কারণ চিকিৎসকরা জানিয়েছেন আর কদিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে মঞ্চে ফিরতে পারবেন তাদের আগুনপাখি। স্বাভাবিকভাবেই গায়কের মঞ্চে ফেরা নিয়ে কৌতূহলী ছিলেন অনেকে।
সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই মঞ্চে দেখা যাবে নাচিকেতাকে। দিনকয়েক আগে যখন গায়ক অসুস্থ ছিলেন, তখন তার সাথে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায় লিখেছিলেন ‘সুস্থ হয়ে ওঠো নচিদা’। জয়দীপের সেই পোস্টে এক নেটিজেন জানিয়েছিলেন এদিন অর্থাৎ রবিবার আসানসোলেও নচিকেতার একটি গানের অনুষ্ঠান করার কথা ছিল। সেই মন্তব্যের প্রেক্ষিতে আরেক নেটিজেন জানিয়েছিলেন, শিল্পীর অসুস্থতার কারণেই সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।