‘চিরদিনই’
দিতিপ্রিয়া রায়ের জায়গায় নতুন ‘অপু’ কে? দিন কয়েক ধরেই জোর জল্পনা ইন্ডাস্ট্রির অন্দরে
দিতিপ্রিয়া রায়ের জায়গায় নতুন ‘অপু’ কে? দিন কয়েক ধরেই জোর জল্পনা ইন্ডাস্ট্রির অন্দরে। তবে এবার শেষ পর্যন্ত খোঁজ মিলল অপর্ণার! গত সাত দিন নায়িকা ছাড়াই চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং। স্বাভাবিকভাবেই নতুন ‘অপর্ণা’র খোঁজে ছিল দর্শকমহল। এমতাবস্থায় টলিপাড়ার দুই নায়িকা প্রত্যুষা পাল এবং সৌমিতৃষা কুণ্ডুর অভিনয় করার কথা শোনা গিয়েছিল! কানাঘুষো, বুধবার চারজনের লুক সেট হয়েছে। সেই তালিকায় নাকি ছিলেন অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডল এবং সোমু সরকার। সূত্র বলছে, আর কোনও চেনা মুখ নয়। বরং আনকোরা মুখেই ভরসা রাখছেন নির্মাতারা। জানা যাচ্ছে, ‘অপর্ণা’ হিসাবে ছোটপর্দায় দেখা যাবে মঞ্চাভিনেতা শিরিন পালকে। ‘চিরদিনই…’ সিরিয়ালের নতুন নায়িকা হিসেবে তাঁর দিকে নাকি পাল্লা ভারী!
*মঞ্চের চেনা মুখ, কে শিরিন পাল?
যদিও প্রযোজনা সংস্থা এসভিএফ কিংবা চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই খবরে সিলমোহর বসানো হয়নি, তবে জানা গিয়েছে, লুক সেটের পর শিরিনকেই নাকি মনে ধরেছে ‘চিরদিনই তুমি যে আমার’ নির্মাতাদের। এবার প্রশ্ন কে শিরিন পাল? জানা গিয়েছে, ঝারগ্রামের কন্য়ে পড়াশোনা করেছেন পাঠভবন, কলকাতা থেকে। যাদবপুর বিশ্ববিদ্য়ালয় থেকে কম্পারেটিভ লিটারেচর বা তুলনামূলক সাহিত্য় নিয়ে পড়াশোনা করছেন। মাস্টার্সের ছাত্রী। সেখানে একটি নাটকের দলও রয়েছে শিরিনের। এও শোনা যাচ্ছে, অভিনেত্রী বিশেষ বন্ধুও অভিনয়ের সঙ্গে যুক্ত। কবে থেকে শুরু হবে শুটিং, তাও জানা যায়নি। এবার দেখার, দিতিপ্রিয়ার বদলে নতুন ‘অপু’ দর্শকদের কতটা মন জয় করতে পারেন?
প্রসঙ্গত, দিন কয়েক ধরেই ‘আর্য-অপর্ণা’ ওরফে জীতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্বে ধারাবাহিকের ভবিষ্যৎ প্রশ্নের
মুখে দাঁড়িয়েছিল। ঘনিষ্ঠ দৃশ্যে নায়কের সঙ্গে অভিনয়ে আপত্তি জানিয়েছিলেন দিতিপ্রিয়া রায়। সেই নিয়েই নাকি দ্বিতীয় দফায় ঝামেলার সূত্রপাত জীতু-দিতিপ্রিয়ার। প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ একাধিবার বৈঠক করে তাঁদের মতপার্থক্যের মীমাংসা করারও চেষ্টা করেছিল। তবে শেষরক্ষা হয়নি! শেষপর্যন্ত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান দিতিপ্রিয়া রায়। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, সোশাল মিডিয়ায় জীতু ভক্তদের লাগাতার বিষোদগারে অভিনেত্রী মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে কাজেও মন বসছিল না তাঁর। আর সেইজন্যই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দিতিপ্রিয়া রায়।

The Green Chillies Entertainment YouTube channel is the go-to hub for film lovers and passionate Bengali Tollywood fans. Stay updated on the latest trends, enjoy celebrity interviews, and get insider access to industry news and behind-the-scenes content. For your daily fix of Tollywood excitement, subscribe to our channel and keep the entertainment flowing!