‘ফুলকি’

 
 
 
 

'বেশ করেছি প্রেম করেছি'র  কোপে শেষ হচ্ছে ফুলকির পথ চলা ! কবে হবে শেষদিনের শুটিং ? সিরিয়াল শেষ হওয়ার খবরে আবেগপ্রবণ দিব্যাণী। 

‘ফুলকি’ ধারাবাহিক নাকি খুব তাড়াতাড়ি শেষ হবে

 
 
 
 
 

ফুলকির পথ চলা শুরুর পর থেকেই দর্শক মনে নিজের জায়গা করে নিয়েছিল। একটা মেয়ের বক্সার হওয়ার অদম্য জেদ ইচ্ছা দেখে আগ্রহ বাড়ে দর্শকের। প্রথম থেকে টিআরপি তালিকায় নিজের জায়গা পাকাপোক্ত করতে পারলেও, বর্তমানে অবশ্য ভাটা পড়েছে নম্বরে। টেলিপর্দায় জার্নি শুরুর পর টিআরপি তালিকায় ভালো নম্বর না পাওয়ায় জার্নি শেষ হয়েছে বহু ধারাবাহিকের। এই মুহূর্তে জি বাংলার দু’টি ধারাবাহিক নিয়ে চলছে সেরকমই গুঞ্জন। সেই তালিকায় রয়েছে ‘ফুলকি’ ও ‘জগদ্ধাত্রী’ এই দুই ধারাবাহিকের নাম। যদিও ‘জগদ্ধাত্রী’ যে বন্ধ হচ্ছে না তা জানা গিয়েছে ইতিমধ্যেই। তবে গুঞ্জন ‘ফুলকি’ ধারাবাহিক নাকি খুব তাড়াতাড়ি শেষ হবে। সেই জল্পনায় এবার সিলমোহর পড়লো।  আড়াই বছরের মাথায় পথ চলায় ইতি টানতে চলেছে এই ধারাবাহিক। কবে হবে শেষ দিনের শুটিং?

 

আরও পড়ুন:

ফুলকি শেষ হওয়ার খবরে কী প্রতিক্রিয়া দিব্যাণীর?


এই বিষয়ের সত্যতা  ‘ফুলকি’ ওরফে দিব্যাণী মণ্ডল বলেন,  ২৮ বা ২৯ নভেম্বর শেষ শুটিং হবে তাঁদের। ফলে হাতে আর ২ বা ৩ দিন। প্রথম কাজ শেষ হচ্ছে, সেই বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “৯০০ পর্বে শেষ হচ্ছে। ভাল লাগছে, খুবই ভাল লাগছে। কিন্তু একই সঙ্গে এতদিনের একটা সফর, অনেক স্মৃতি…। আমার প্রথম জার্নি এটা, প্রথম কাজ। প্রথম সব কিছু এখানেই শিখেছি, জেনেছি। ‘ফুলকি’ই আমায় সব শিখিয়েছে। অনেক কিছু এখান থেকে জেনেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, সুন্দর স্মৃতি তৈরি হয়েছে। এই ঘোর থেকে বেরোতে একটু সময় লাগবে, যেহেতু এটা আমার প্রথম ধারাবাহিক। তবে একটা জিনিস যখন শুরু হয়, তখন জানতামই এটা একদিন না একদিন শেষ হবে। কিন্তু এতদিন চলল, দর্শকরা এখনও আমাদের এত ভালবাসে, এটা একটা বড় পাওনা। অনেক, অনেক, অনেক বড় পাওনা এটা।”
আবেগপ্রবণ হয়ে দিব্যাণী মণ্ডল আরও বলেন, প্রথমবার প্রথম কাজ শেষ হচ্ছে, একটা মন খারাপ তো তাই রয়েছেই। এই অনুভূতিটা বোঝানো যাবে না। এখনও শুট চলছে আমাদের, ব্যাঙ্কিং তুলতে হচ্ছে আমাদের। শেষ দিন কী হবে জানি না। এটা আমার প্রথম বাড়ি হয়ে উঠেছিল, এখানেই ১৩-১৪ ঘণ্টা থাকতাম। নিজের

 

বাড়িটা দ্বিতীয় বাড়ি হয়ে গেছিল। সবার সঙ্গে এত বেশি জুড়ে গিয়েছিলাম… এটাই হয়তো বড় হয়ে যাওয়া। এবার এগোতে হবে।” 


তবে ছোটপর্দায় প্রথম কাজের সফর শেষ হলেও, আগামীতে তাঁকে বড়পর্দায় দেখা যাবে। এবং তা শীঘ্রই। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এম্পেরোর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে দেখা যাবে তাঁকে।
৮ই ডিসেম্বর থেকে সন্ধ্যা ৭টায় আসছে ব্লুজের নতুন মেগা ‘বেশ করেছি প্রেম করেছি’। তাতে শুরুতে সকলে ভেবেছিল বন্ধ হবে জগদ্ধাত্রী। কিন্তু দর্শকদের দাবি মেনে এই মেগার মেয়াদ কিছুদিন বাড়িয়েছে চ্যানেল। ৮ তারিখ থেকে ফুলকির জায়গা নেবে জগদ্ধাত্রী। যদিও খুব বেশি দিন কিন্তু জগদ্ধাত্রী চলবে না। সূত্রের খবর, সন্ধ্য়া ৭.৩০টার স্লটে চ্যানেল নিয়ে আসবে পল্লবীর বহুপ্রতীক্ষীত মেগা তারে ধরি ধরি। এই মাসের শেষেই শুরু হবে সেই সিরিয়াল। যেখানে নায়কের চরিত্রে রয়েছেন বিশ্বরূপ বন্দ্য়োপাধ্যায়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

The Green Chillies Entertainment YouTube channel is the go-to hub for film lovers and passionate Bengali Tollywood fans. Stay updated on the latest trends, enjoy celebrity interviews, and get insider access to industry news and behind-the-scenes content. For your daily fix of Tollywood excitement, subscribe to our channel and keep the entertainment flowing!