‘স্বয়ম-জুঁই’
জী বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি
জী বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’। সিনেমাটিক টিনএজের প্রেমের গল্প নিয়ে আসছে এই মেগা।পাশাপাশি আগের প্রজন্মের প্রেমে গল্পও দেখানো হবে। আসলে দুটি ভিন্ন লেন্স দিয়ে ফুটে উঠবে গল্প। এই মেগার মূল চরিত্রে দেখা যাবে ‘গীতা এলএলবি’র মেহেককে। কিছুদিন আগেই শেষ হয়েছে ‘গীতা এলএলবি’। এবার নতুন ভূমিকায় পর্দায় আসছেন ‘মেহেক’ ওরফে কৌশিক পাল। নায়কের ভূমিকায় দেখা যাবে রাজদীপ গোস্বামীকে। সদ্যই প্রকাশ্যে এল সেই ধারাবাহিকের নতুন প্রোমো। ধারাবাহিকের গল্পে রাজদীপকে দেখা যাবে ‘স্বয়ম’-এর চরিত্রে। অন্যদিকে কৌশিকীর চরিত্রের নাম ‘জুঁই’। বৃহস্পতিবার এই ধারাবাহিকের প্রোমো সামনে আসলেও, কোন সময় এই ধারাবাহিক দেখা যাবে সেটা এখনও ঘোষণা করা হয়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফে।
বৃষ্টি ভেজা রোম্যান্সে মত্ত কৌশিক-রাজদীপ
প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে একটি বিলাসবহুল হুডখোলা গাড়ি চড়ে স্কার্ফ ওড়াতে ওড়াতে স্কুলে যাচ্ছে জুঁই। বাসে কাগজফুলের গোছা ধরে ঝুলতে ঝুলতে জুঁইকে মুগ্ধ চোখে দেখে স্বয়ম। এর মধ্যেই জুঁইয়ের স্কার্ফ উড়ে স্বয়মের মুখে আটকে যায়। আর তার হাতে থাকা ফুল উড়ে যায় নায়িকার কাছে। এরপর দেখা যায় স্কুলের দৃশ্য। সেখানে সব বন্ধুদের সঙ্গে মোবাইল ফোনে মজার কোনও ভিডিয়ো দেখতে ব্যস্ত ‘জুঁই’। তার মাঝেই ক্লাসে শিক্ষিক এসে পড়ায় নিজে সামলাতে না পেরে ‘জুঁই’-এর হাত থেকে ফোন পড়ে যায়।
আর তা দেখে শিক্ষক বিরক্ত হলে সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে শাস্তি ভোগ করে ‘স্বয়ম’। এরপর স্কুল চত্বরেই ‘জুঁই’কে দেখে মুগ্ধ হতে থাকে ‘স্বয়ম’। কখনও ‘জুঁই’কে লুকিয়ে দেখে আবার কখনও তার শেষ না করা স্যুপের বাটি থেকে স্যুপ খায়। এরপর স্কুলে একটা অনুষ্ঠানের আবহে ধরা দেয় দুই চরিত্র। সেখানে ডেকরেশনের কাজ করতে দেখা যায় ‘স্বয়ম’কে। অন্যদিকে, ‘জুঁই’ ব্যস্ত হয়ে পড়ে নাচে। আর এই সবের মাঝেই একটু একটু করে দুটো মন আরও কাছাকাছি চলে আসে। আর এই প্রেমে দুরন্ত গতির সঙ্গেই তাল মিলিয়ে ঝমঝম করে বৃষ্টি নামে। তখন ‘স্বয়ম’-এর মতো করে নিজেকে মেলে ধরে ‘জুঁই’। এই সবটা দেখে আর নিজেকে ধরে রাখতে না পেরে নিজের মনের কথা ‘জুঁই’কে জানিয়েই ফেলে ‘স্বয়ম’। কিন্তু তখনই ঘটে ছন্দপতন। বজ্যপাতের মতো ভারী লাঠির বাড়ি এসে পড়ে ‘স্বয়ম’-এর মাথায়। সে জ্ঞান হারায়। আর তার মাঝেই দেখা মেলে ভরত কলের। ধারাবাহিকে তাঁকে কৌশিকী অর্থাৎ পর্দার ‘জুঁই’-এর বাবার চরিত্রে দেখা যাবে। দেখা যায় সে মেয়ের হাত ধরে টানতে টানতে সেই জায়গা থেকে নিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ছোট পর্দায় ফিরছেন ইন্দ্রানী দত্ত। নায়কের মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। জেন জি-র প্রেমের গল্পই মূলত ফুটে উঠবে এই ধারাবাহিকে, তবে জানা গিয়েছে, একই সঙ্গে আগের প্রজন্মের প্রেমের গল্পও দেখানো হবে। স্নেহাশিস চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় এবং তাঁরই পরিচালনায় আসছে এই ধারাবাহিক।