‘মেসি ম্যাজিক’

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

তিলোত্তমায় মেসি ম্যাজিক। ছেলে  অ্যাব্রামকে 'ঈশ্বর' দর্শনের জন্য মধ্যরাতে কলকাতায় কিং খান। দুই লেজেন্ড এর সাক্ষাতের অপেক্ষায় গোটা দেশ 

ছেলে অ্যাব্রামকে নিয়ে কলকাতায় পা রাখলেন শাহরুখ খান

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Messi image

গোটা কলকাতা এখন মেসি জ্বরে কাবু। এরইমধ্যে ছেলে অ্যাব্রামকে নিয়ে কলকাতায় পা রাখলেন শাহরুখ খান।  ফুটবলের ‘ঈশ্বর’ মেসির সঙ্গে সাক্ষাতের জন্য কনিষ্ঠ পুত্রকে নিয়ে শুক্রবার মধ্যরাতে কলকাতায় উড়ে এলেন কিং খান। ধূসর হুডি, মাথায় বিনি, চোখে কালো চশমা, সাদা ট্রাউজার্স, অতি ক্যাজুয়াল, তবু স্বভাবসিদ্ধ স্টাইলে নজর কাড়লেন বলিউড বাদশা । মধ্যরাতে শাহরুখকে এক ঝলক দেখার অপেক্ষায় ছিল হাজারও অনুরাগী। শীতের রাতে কম্বলের আরাম, ঘুম সব ভুলে। তাঁর আগমনের খবর পাওয়া মাত্রই উল্লাসে ফেটে পড়ে বিমানবন্দর চত্বর।
দিনকয়েক ধরেই কলকাতায় প্রস্তুতি তুঙ্গে। কারণ শহরে আসছেন মেসি। জেক একবার দেখার জন্য হাজার হাজার মানুষের রাতের ঘুম উড়েছে।  ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার মাঝরাতে অবশেষে শহর কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি। এই  নিয়ে দ্বিতীয়বার তিলোত্তমার বুকে পা রাখলেন ফুটবল দুনিয়ার মহাতারকা। বিমানবন্দর থেকে মেসি বেরোনো মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেল। সমর্থকদের চিৎকার ও জয়ধ্বনিতে গমগম করছিল বিমানবন্দর চত্বর। মেসিকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তাঁরা। তোলা হচ্ছিল নিজস্বী এবং ভিডিয়োও।  

আরও পড়ুন:

অ্যাব্রাম বরাবরই ক্রীড়াপ্রেমী। ক্রিকেট হোক বা ফুটবল, খুদে বয়সেই খেলাধুলো নিয়ে বিস্তর জ্ঞান বাদশার কনিষ্ঠপুত্রের, একাধিকবার একাধিক সাক্ষাৎকারে একথা নিজেই জানিয়েছেন শাহরুখ। এবার লিওনেল মেসির টানে মুম্বই থেকেই কলকাতায় পা রাখল শাহরুখপুত্র। আর সন্তানের ‘ঈশ্বর’ দর্শনের সুযোগ হাতছাড়া করলেন না খোদ কিং খানও! শুক্রবার মাঝরাতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে কলকাতা বিমানবন্দর থেকে বেরতে দেখা যায় কিং খান এবং অ্যাব্রামকে। সঙ্গে ছিলেন বাদশার ম্যানেজার পূজা দাদলানিও। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে।
কলকাতায় আগমনের বার্তা আগেই দিয়েছিলেন কিং খান। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল ১৩ তারিখ লিওনেল মেসির সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা যেতে পারে শাহরুখকেও। খন থেকেই অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! যদিও সেসময়ে বিষয়টি আলোচনাস্তরে ছিল বলেই জানা যায়, তবে সম্প্রতি জল্পনায় সিলমোহর বসান খোদ বলিউড বাদশা।  ফিল্মি কায়দায় এক্স হ্যান্ডেলে কিং লেখেন, “এবার কলকাতায় ‘নাইট প্ল্যান’ করছি না…, বরং দিনেই ‘মেসি রাইড’ হবে। ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে দেখা হচ্ছে”। বাদশার এহেন বার্তায় যেন গোটা বাংলার ফুটবলপ্রেমী এবং সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছিল। একমঞ্চে ‘ফুটবলের ঈশ্বর’ আর

‘বলিউডের সম্রাট’- দুই গ্লোবাল আইকনের উপস্থিতিতে শহরবাসী যে বিরল দৃশ্যের সাক্ষী থাকছেন, তা বলাই বাহুল্য। 


প্রসঙ্গত, ১৩ থেকে ১৫  ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন। সেখান থেকে মুম্বই এবং নয়াদিল্লিতে যাবেন। মেসির এই সফরের অন্যতম আকর্ষণ ‘গোট কনসার্ট’। প্রাথমিকভাবে অবশ্য এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। তবে শেষ পর্যন্ত তা হতে চলেছে এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম যুবভারতীতে। সেখান থেকে যাবেন লেকটাউনে, নিজের মূর্তি উদ্বোধন করতে। তারপর আরও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের। ইতিমধ্যেই  যুবভারতী ক্রীড়াঙ্গনে পা রেখেছেন  তিনি। সঙ্গে থাকবেন বলিউডের কিং শাহরুখ খান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন মেসি ছাড়াও তাবড় তাবড় মানুষেরা উপস্থিত থাকবেন তাই নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। মূল দায়িত্ব বিধাননগর পুলিশ কমিশনারেটের হলেও কলকাতা এবং রাজ্য পুলিশ সব রকম ভাবে সাহায্য করবে। বিভিন্ন পুলিশ জেলা কমিশনারেট থেকে ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবলদের নিয়ে আসা হবে। থাকবে র‌্যাফ। সব মিলিয়ে প্রায় ২০০০ পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন। নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। গাড়ি রাখার ক্ষেত্রেও শুক্রবারই নির্দেশিকা জারি করেছে বিধাননগর পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *