টিআরপি
এই সপ্তাহের টিআরপি তালিকাতেও রয়েছে একের পর এক চমক
বৃহস্পতিবার মানেই ধারাবাহিকের রেজাল্ট পর্ব। কাকে পিছিয়ে কোন ধারাবাহিক নিজের জায়গা করে নিতে পারে এই নিয়ে সারা সপ্তাহ জুড়েই থাকে টানটান উত্তেজনা। এই সপ্তাহের টিআরপি তালিকাতেও রয়েছে একের পর এক চমক। গত সপ্তাহেই রেটিং চার্ট থেকে ছিটকে গেছিলো টানা টপার ‘পরশুরাম’। কিন্তু এই সপ্তাহে নিজের জায়গা ফিরে না পেলেও প্রথম পাঁচে নিজেদের স্থান করে নিলো ‘পরশুরাম’। ‘জগদ্ধাত্রীতে’ হৈহৈ করে দুর্গার বিয়ে দিচ্ছে কৌশিকী ও জগদ্ধাত্রী। তা ভালোই মন করেছে তাই গতসপ্তাহ থেকে রেটিং চার্টে উপরে উঠেছে এই ধারাবাহিক। ‘জগদ্ধাত্রী’র সঙ্গে যৌথভাবে ৬. ৩ রেটিং নিয়ে চতুর্থস্থানে রয়েছে ‘পরশুরাম’। অপরদিকে সকলকে চমকে দিয়ে বেঙ্গল টপার হয়েছে রায়ান ও পারুল। মিথ্যে বলে গোপালের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, সেই কারণে পারুল রুকু দিদিকে বিদেশ থেকে নিয়ে এসেছে। গল্পের এই মোর যে দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছে তা টিআরপি তালিকা দেখে বোঝাই যাচ্ছে। ৬. ৯ রেটিং নিয়ে প্রথম স্থান দখল করেছে ‘পরিণীতা’। এদিকে গত সপ্তাহে প্রথম হলেও দ্বিতীয় স্থানে নেমে এসেছে ‘চিরদিনই তুমি যে আমার।’ দর্শকদের পছন্দের অপর্ণাকে দেখতে পারছেন না বলেই কি টিআরপির তালিকায় রদ বদল? কিছুদিন আগেই অস্ত্রোপচারের জন্য বিশ্রাম নেয়ার কথা জানিয়েছিল ধারাবাহিকের নায়িকা।
প্রতিবারই টানটান গল্পের মধ্যে দিয়ে দর্শক ধরে রেখেছে ‘ফুলকি।’ আর কিছুদিনের মধ্যেই নাকি শেষ হয়ে যাবে ফুলকি, তবে এই নিয়ে চ্যানেল কতৃপক্ষ বা ধারাবাহিকের প্রোডাকশনের তরফে এখনো কোনো অফিসিয়ালি বিবৃতি আসেনি। তবে এইসব জল্পনার মধ্যেও ৬. ৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। কিছুদিন রেটিং চার্টে ভালো থেকেও এবার ৬. ১ রেটিং নিয়ে পঞ্চমস্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ।’ আমাদের দাদামণি রয়েছে ছয় নম্বরে রেটিং ৬.০। ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ ও মোর দরদিয়ার সাথে যৌথভাবে ৫. ৮ রেটিং নিয়ে রয়েছে সপ্তম স্থানে। ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ শুরুতে দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে থাকলেও এখন তা পিছিয়ে গেছে। বদল এসেছে ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে। উজি ও নিশা এখন পরিচয় বদলে নকল বাবা নিয়ে এসেছে ঋষির পরিবারের সামনে। এই এগিয়ে অষ্টম স্থান দখল করেছে রেটিং ৫.৭।
‘লক্ষী ঝাঁপি’ রয়েছে আগের জায়গায়। দ্বীপদার সাথে ঝাঁপির রসায়ন নিয়ে মাতামাতি নেই সিরিয়েল প্রেমীদের মধ্যে, এর ফল দেখা যাচ্ছে রেটিং চার্টেও। ৫.১ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে ‘লক্ষি ঝাঁপি।’ সব থেকে বিতর্কিত ধারাবাহিক চিরসখা। এই ধারাবাহিকের শুরু থেকেই একটার পর একটা বিতর্ক সামনে উঠে এসেছে। প্রথমে কমলিনীর সাথে নতুন ঠাকুরপোর সম্পর্কটা খুব একটা মেনে নিতে পারেনি দর্শক মহল, প্লটোর মৃত্যু নিয়েও হয়েছিল অনেক যুক্তি তর্ক। বর্তমানে নতুন এর সাথে বিয়ে হয়েছে পার্বতীর। স্বতন্ত্র বিয়ে গল্পের এই মোড় যে খুব একটা পছন্দ হয়নি দর্শকের তা বোঝাই যাচ্ছে। তাই এই সিরিয়েল ৪.৯ রেটিং নিয়ে রয়েছে দশমস্থানে। নতুন শুরু হয়েছে কম্পাস ধারাহাবাহিক, প্রথমে এই ধারাবাহিকের গল্পের টুইস্ট এন্ড টার্ন বেশ মনে ধরেছিল দর্শকমহলের। কিন্তু পরে রেটিং চার্টে আস্তে আস্তে পিছোতে থাকে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের বর্তমান গল্প যে খুব একটা মনে ধরেনি সিরিয়াল প্রেমীদের তা বলাই যায়।