সমান্থা-রাজ

 
 
 
 
 
 
 

চুপিসারে দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়লেন সমান্থা ! খবর পেয়েই রাজের প্রাক্তন স্ত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে ছড়ালো জল্পনা। 

সোমবার ১ ডিসেম্বর সকালেই কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন সমান্থা-রাজ

 
 
 
 
 
 
 
samantha image

বিবাহবিচ্ছেদের পর অবশেষে নতুন সম্পর্কে বাধা পড়লেন  সমান্থা রুথ প্রভু। জানেন কার সাথে নতুন জীবন শুরু করলেন তিঁনি? বলিউডের খ্যাতনামী পরিচালক রাজ নিদিমরু। শোনা যাচ্ছে, সোমবার ১ ডিসেম্বর সকালেই কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন সমান্থা-রাজ। লাল শাড়ি সাথে মানানসই গয়নায় সেজেছেন সামান্থা।  সামান্থা রুথ প্রভু এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজ খ্যাত পরিচালক জুটির অন্যতম রাজ নিদিমোরুর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই জল্পনা। তাঁদের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২ এবং ‘সিটাডেল: হানি বানি’-তে সামান্থার গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল। কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রী কার্যত রাজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ আভাস দেন। নিজের সুগন্ধি ব্র্যান্ডের লঞ্চ অনুষ্ঠানে রাজের সঙ্গে ঘনিষ্ঠ আলিঙ্গনে ছবি পোস্ট করেন সামান্থা। সেই ছবি ঘিরেই প্রথম জোরালো গুঞ্জন শুরু হয় তাঁদের সম্পর্ক নিয়ে। গতকাল রাত থেকেই নিয়ে জোরদার হয়েছে এমন গুঞ্জন, যেখানে দাবি করা হচ্ছে আজই নাকি বিয়ে করতে চলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিডিমোরু। সেই জল্পনাই সিলমোহর দিয়ে আজই বিয়ে সারলেন তাঁরা।

 

আরও পড়ুন:

শোনা যাচ্ছে, হিন্দু রীতিনীতি মেনেই বিয়ে হয়েছে তাঁদের। আয়োজনে ছিল না আড়ম্বর। বরং ছিমছাম ভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে সমান্থা-রাজের। খবর, উপস্থিত ছিলেন মোটে ৩০ জন অতিথি। 
২০১৭ সালে গোয়ায় এলাহি আয়োজনে নাগা চৈতন্যকে  বিয়ে করেন সমান্থা। প্রতিটি অনুষ্ঠানের জন্য ছিল আলাদা আলাদা পোশাক। সবেতে ছিল তাঁদের ভালবাসার ছোঁয়া। এ বার হাতেগোনা আত্মীয়-পরিজনদের নিয়ে বিয়ে সেরেছেন তিনি।  বিয়েতে লাল শাড়ি ও মানানসই অলংকারে সাজেন তিনি। হাতে মেহেন্দিও দিতে ভোলেননি নববধূ। অলংকারে সাজেন তিনি। হাতে মেহেন্দিও দিতে ভোলেননি নববধূ। রাজের পরনে ছিল দক্ষিণ ভারতীয় সাবেকি পোশাক। বিয়ের জন্য যে মন্দির বাছেন তাঁরা, সেটি ঈশা ফাউন্ডেশনের অন্দরেই। প্রথম বার বিবাহবিচ্ছেদের পর থেকে সদ্‌গুরু প্রতিষ্ঠিত ওই সংস্থায় যাতায়াত বাড়ে সমান্থার। এ বার সেখানেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি। বিয়ে শেষ হতেই নিজেদের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন সামান্থা। ক্যাপশন এ দিয়েছেন আজকের তারিখ। তাঁদের আনন্দোচ্ছল ছবি দেখে শুভেচ্ছায় ভরালো নেটদুনিয়া 

 

উল্লেখ্য, সমান্থা-রাজের বিয়ের আগেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন রাজের স্ত্রী শ্যামলী দের,  যেখানে তিনি যা লিখেছেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “মানুষ কখনও কখনও মরিয়া হয়ে ওঠে।” সরাসরি কোনও নাম না করলেও, এই মন্তব্য যে ইঙ্গিতবাহী, তা বুঝতে বিশেষ অসুবিধে হয়নি নেটিজেনদের। কারণ, গত কয়েক মাস ধরে শ্যামলীর ইনস্টাগ্রাম পোস্টে বারবার উঠে এসেছে ‘বিশ্বাসঘাতকতা’ এবং ‘ছেড়ে দেওয়ার’ মতো শব্দ। আর ঠিক সেই সময়েই প্রকাশ্যে ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে সামান্থা ও রাজকে। তবে কি এই পোস্টের মাধ্যমেই কি তিনি শ্যামলী নিজের ক্ষোভ প্রকাশ করলেন। 

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরেই নাগ বিয়ে করেন শোভিতা ধূলিপালাকে। তার পর থেকে সমান্থা ও রাজের সম্পর্কের গুঞ্জন তীব্র হতে শুরু করে। কখনও একসঙ্গে তাঁরা তিরুপতির মন্দিরে, কখনও আবার বিমানে রাজের কাঁধে মাথা রাখার ছবি প্রকাশ্যে এনেছেন সমান্থা নিজেই। সম্প্রতি রাজের কোমর জড়িয়ে ছবিও ভাগ করে নেন। শোনা যায়, শোভিতার সঙ্গে নাগের বিয়ে হতেই নিজের সম্পর্কে সিলমোহর দিতে উতলা হয়েছিলেন অভিনেত্রী। বিয়ে নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য যদিও করেননি সমান্থা বা রাজ।

 
 
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *